দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
সকল জল্পনা কল্পনা শেষে আগামি শনিবার ১২/৩/২০১১, সকালে চ্যানেল আই এর সাংবাদিকদের নিয়ে মিশর- লিবিয়ার সিমান্তে রওয়ানা হব। আমরা ওখান থেকে বাংলাদেশি ভাইদের বাস্তব আবস্থা তুলে ধরব।
ব্লগার ভাইদের কাছে দোয়া চাই।
আমাদের কোন ভাইদের সাহায্য করতে পারলে আমার সফর সারথক হবে।
বরতমানে মাহমুদুল হাসান ভাই সিমান্তে আছেন, ওনার সাথে আমার সাবর্ক্ষনিক যোগাযোগ আছে।
আল আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের 6 জন বাংলাদেশি ছাত্র ওখানে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
কোন ব্যপারে যোগাযোগ করতে হলে ফোন বা ইলেইল করতে পারেন, যথাসম্ভাব আপনাদের উপকারে আসার চেস্টা করব।
002-0190445216.
সিমান্ত থেকে ব্লগার ভাইদের জন্য আপডেট করব ইনশাআল্লাহ।
সকল বাংলাদেশি ভাইদের কাছে দোয়া চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।