“First rule of business, protect your investment.”
বাংলার ঘরে ঘরে আজ আনন্দ
আজ বাজেট পেশ হইছে
চোখের শান্তি কানের শান্তি সব শেষ
কাল ভুলেও পেপার পড়া যাবেনা
টকশো ওয়ালারা গত কয়েকদিন ধইরা পুস্টিকর খাবার খাইতে খাইতে মার্কেট শর্ট কইরা ফালাইছে, কেউ কেউ হয়ত সহবাস ও বন্ধ রাখছে...কারন মেরাথন ঝারতে হইব।
সর্বপ্রথম বোতল কাইত করছে আবুল বারা+কাইত। সে দেখলাম সন্ধার সময় তার অপার গিয়ানের সমুদ্র থেইকা ঢালতেছিল। সে বিয়াপক খুশি। দেশ নিয়া আর কুন টেনশন নাই। এই বাজেটে নাকি অনেক নতুন নতুন শাড়ি পেটিকোট খাতে বরাদ্দ হইছে যা আগের কুন ুদমারানি সরকার করতে পারে নাই।
আমি বালের এত কিছু বুঝিনা।
বাজেট যখন পাশ হবে তখন সেটা আইনে পরিনত হবে। বছর শেষে তা যদি বাস্তবায়ন করা না যায় তবে সব হোগার বিরুদ্ধে মামলা হওয়া দরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।