দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
অনেক দিন পর একটা ব্যালান্স করা একশন রোমান্টিক মুভি দেখলাম।
ব্রুস উইলিস একজন প্রাত্তন / অবসরপ্রাপ্ত ব্লাক-অপস সি আই এ অফিসার। অলস ভাবে দিন পার করছিল সে, পরিচয় হয়ে গিয়েছিল এক চমৎকার মেয়ের সাথে, সত্যিকার একটা লাইফ কাটাতে পারবে এরকম স্বপ্নও দেখতে শুরু করেছিল সে।
কিন্তু এক রাতে তার বাড়িতে হামলা করে সি আই এ-র গোপন টীম।
উদ্দেশ্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া।
কেন তাকে সরানো হবে, এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে সাপ বেড়িয়ে পড়ে।
মেয়েটার উপরেও হামলা হতে পারে, তার সাথে মেলা মেশার সূত্র ধরে, এই আশঙ্কায় তাকে অপহরণ করে নিয়ে গা ঢাকা দেবার বুদ্ধি করে সে।
সিনে এক এক করে আসতে থাকে মরগান ফ্রিম্যান এবং আরও অনেকে।
বাকিটুকু দেকে নিতে অনুরোধ করছি।
একটা অংশ কোট করার লোভ সামলাতে পারলাম না।
আইভান সিমানভ: "(গলার নিচে ডান পাশে তিনটি বুলেট এর ক্ষত চিন্হ দেখিয়ে) ও আমাকে তিনটা গুলি করেছিল। যখন সেফ হাউজে জ্ঞান ফিরে পেলাম, তখনই বুঝতে পারলাম, সে আমাকে এখনও ভালবাসে, নয়ত ( মাথার দিকে ইঙ্গিত করে) গুলিগুলো লাগত এখানে। আমাকে বাচাতে গিয়ে নিজের উপরে অনেক বড় রিস্ক নিয়েছিল সে। আমি রাশান এজেন্ট, সে আমেরিকান।
তবে, মানুষ প্রেমে পড়লে অনেক অদ্বুত কাজ করে, তাই না?"
বেশ ভাল লেগেছে মুভিটা দেখে।
ক্রিটিকরা হয়ত অনেক মারপ্যাচ কষবেন, তাদের উদ্দেশ্যে বলি, যেটা ভাল লাগে সেটাই দেখি। যেটা ভাল লাগে সেটাই বলি। তাই যদি এই মুভিটা আর্ট এর হিসেবে পাসমার্ক না পায়, তবে যেন এখানে পোস্ট করার জন্য দুষবেন না।
টরেন্ট লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।