আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় ডিজিটালিয় বাগধারা প্রবাদ প্রবচন ও এককথায় প্রকাশ

আগুন্তক

কতিপয় ডিজিটালিয় বাগধারা প্রবাদ প্রবচন ও এককথায় প্রকাশঃ ( ব্রাকেট এ পূর্বের রুপ দেয়া হল) চোখের লজ্জা নেই যার(চসমখোর) = সুরঞ্জিত যা সহজে লাভ করা যায় (সুলভ) = বাংলালিংক দাম যা পূর্বে ছিল এখন নেই (ভূতপূর্ব) = সৎ রাজনীতিবিদ হাসিনা-খালেদা সম্পর্ক = চরম শত্রুতা (দা কুমড়ো সম্পর্ক) = আজও এই গ্রামের দুটি পরিবারের মধ্যে হাসিনা-খালেদা সম্পর্ক বিদ্যমান। সমুদ্রজয় (ন্যায্যতার ভিত্তিতে বন্টন) > অনেক মামলা মোকদ্দমার পরে সাভারের জমিটায় সব ভাইবোনের সমুদ্রজয় হয়েছে। পদ্মা সেতু (আকাশ কুসুম) > তুই এখনো একটা চাকরি জোগাড় করতে পারলিনা, বিয়ে সে তো পদ্মা সেতু মাল মুহিত (অপদার্থ)> দেখ, তুই আসলেই একটা মাল মুহিত , কিচ্ছু হবেনা তোকে দিয়ে। ডিজিটাল বাংলাদেশ (তামাশা) > খবরদার, আমার লগে ফাজলামি করবিনা, আমি ডিজিটাল বাংলাদেশ বরদাস্ত করতে পারিনা। কালো বেড়াল (যা দেখা যায়না, কিন্তু অস্তিত্ব আছে)> সুরঞ্জিত নামের কালো বেড়ালটা যে এভাবে ধরা পড়বে, তা কেউই ভাবেনি। দিপু মণি ( সহজে যার দেখা পাওয়া যায়না, ঈদের চাঁদ) > আজকাল তো তোর দেখাই মেলে না। দিপু মণি হয়ে গেলি নাকি। চোরের মা'র বড় গলা > “ আবুল হোসেন একজন দেশপ্রেমিক”, ভিক্ষা চাইনা মা তোর কুত্তা সামলা > উন্নয়ন চাইনা মা তোর ছাত্রলীগ সামলা, গায়ে মানেনা আপনি মোড়ল> ইমরান এইচ সরকার। বেশী কথা বলে যে (বাচাল) > টক শো অতিথি। যে সময়ের সিমা নেই(অসীম) > ৪৮ ঘণ্টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।