আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় ভালবাসা



সুখপ্রপাত

সময় এসেছে প্রেমের এই ফাল্গুনে
ফুলেরা ফুটেছে কুসুম বাগে আনমনে
মৌমাছি ছুটছে চপল প্রাণে গুনগুণিয়ে
পাখিরা গাইছে মিষ্টি গান ঘুমভাঙিয়ে।
এসেছে মধুর লগন এই বসুন্ধরায়
লাগলো দোলন প্রাণের ভিতর দারুন মায়ায়।
এখন সময় রক্ত রাঙা ভালবাসার
পলাশ শিমুল ফুটলো তাই পথহারাবার।
হারিয়ে যাওয়া লগ্ন এল বুঝি
ব্যস্ততা সরিয়ে অলস বেলা তাই খুঁজি ।
কিছুটা সময় চাই ,যেন দারুণ সুখপ্রপাত
তোমার হাতে হাত সে যে মুগ্ধ ধারাপাত।




চল ছোটে যাই

কোন এক ভোরে চল ছোটে যাই দূরে
যেখানে নির্জনে ভালবাসা ছুঁয়ে যায়,
যেখানে অপার সবুজ তৃষ্ণা মেটায়
ক্লান্তি যেথায় দূর -আকাশের পরে;
নদীর ছোটে চলা সাগর পানে
নিস্পৃহ জ্বালা নেই কোন খানে।
যেখানে কুসুম কুসুম সুখ থাকে
যেখানে স্বপ্নরা সুখের ছবি আঁকে।
চাতক-চাতকী তৃষিত হৃদয়ে উড়ে
আঁধার হারানো সুর্য রাঙা কোন ভোরে;
চল ছোটে যাই দূরে ক্ষনিকের তরে
অবসাদ হারানো গোপন অভিসারে।
সেখানে সবুজ- ছোঁয়া যৌবনের রাগে
যেথা ভালবাসা ফুল ফোটে অনুরাগে।


ভালবাসা

ভালবাসা প্রাণের আকুতি
মানেনা যে কোন আইন;
ভালবাসা না পেলে প্রেমিক
বুকে নিতে পারে মাইন।


ভালবাসা না পান করে না খায়
তবু তা না পেলে জীবন হতাশায়।

ভালবাসার কী রঙ লাল নীল না কী শাদা
যদিও তা রুপ-রস-গন্ধ ছাড়া এক ধাঁধা
ভালবাসা ছাড়া সব ফ্যাকাসে যেন মাটি কাদা।

ভালবাসাময় ধরণী স্বর্গ সুখ এনে দিতে পারে
ভালবাসীহীন স্বর্গটাও নরক মনে হতে পারে।
ভালবাসা এক অমোঘ শক্তি সৃষ্টি বিধাতার
ভালবাসা তাই দারুণ কাম্য অপার মুগ্ধতার।










অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।