আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেল থাকায় একটা সামুর একটা আইডি কিনতে চাই

* আমি খুজে বেড়াই নিজেকে *

আজ দুই দিন আমি জেনারেল পদ মর্যাদায় আছি, সামুর এন্টেনা ছুড হবার কারনে আমাকে পদায়ন করা হয়েছে। কিন্তু আমি সমস্যায় পড়িয়াছি। ২/৪ডা কমেন্ট ব্যতীত বলগাইতে পারছি না। বলগাইতে না পেরে নিজেকে একটু কেমন কেমন মনে হচ্ছে। হীনমন্যতায় ভুগছি।

একটাই সমাধান আমার প্রিয় ব্লগার রা করতে পারেন। সামুতে অনেকই একাধিক নিক ধারী রয়েছেন। আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারে, ধার হিসেব, অথবা বিক্রয় করিতে পারেন। আমি যথাযথ মুল্য পরিশোধ করিতে রাজী আছি। কেউ কি ইউজার নেম এবং আইডি ধার বা বিক্রয় করিবেন, অনুগ্রহ করিয়া জানাবেন।

ধার হিসেবে দিলে কথা দিলাম পাসওয়ার্ড সহ ফেরত দিব। এক জবান। । বিঃদ্রঃ- ছাগুদের নিক এভয়েড করা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.