আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানার্স টক : ব্যাংকে টাকা জমা দিবেন? টাকা গুছানোর দায়িত্বটা কার?


সেদিন এক বয়স্ক মানুষ কিছু টাকা জমা দিতে গেলেন, লাইনে আমার সামনেই ছিলো। তার টাকা গুলোর কিছু এটিএম মেশিন থেকে তোলা, কিছু আবার এমনি আগে থেকে নেওয়া। কিন্তু টাকাগুলো সাজানো ছিলো না, মানে, সবটাকা একইদিকে সাজিয়ে রাখাটা ছিলো না। ক্যাশ কাউন্টারের ভদ্রলোকটি এটা নিয়ে উচ্চবাক্য বিনিময় আর রাগে গজগজ করছিলো। আবার দেখলাম, একজন ৭৫,০০০টাকা জমা দিচ্ছে, সবগুলো ৫০০টাকার নোট, ১বান্ডিলে রাবার দিয়ে বাঁধা।

মানে ১৫০টা নোট একসাথে করে রাখা। এতেও কাউন্টারে বসা লোকটি রাগ দেখালো। এইবার রাগের কারণ হলো টাকা গুলো ১০০ টার একটা বান্ডিল আর ৫০টা আলাদা না করে একসাথে দেওয়া হয়েছে। এটাও বুঝতে পারছি, কাউন্টারের লোকটা টাকাকে সাজাতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছিলো, পিছনের লাইনটাও দীর্ঘতর হচ্ছিলো। ব্যাংকে টাকা জমা দেওয়ার কোনো কোড অফ কন্ডাক্ট আছে কি? কিভাবে সাজিয়ে টাকা ব্যাংকে জমা দিতে হবে, সেটা কোথাও লিখা নাই।

এই টাকা সাজানোর কাজটা কার? যে জমা দিবে, তার? নাকি যে গ্রহণ করবে, তার? কেউ কি জানেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।