আমাদের কথা খুঁজে নিন

   

শাবনুর আর সাকিবকে বলছি

মনটাকে সতেজ রাখার চেষ্টি করছি।

ভালো নেই আমি। অন্তত বলা যায়, কিছু খবর আমাকে ভালো থাকতে দেয় না। আমি মর্মাহত এবং আশ্চর্য। আমি হতাশ, আমি আতংকিত।

কেন? কারন কিছু হট ফেবারিট তারকাদের অতি মানবিক আচরনে আমি বিস্মিত। তারা নিজেদের কি মনে করে, রাজা-বাদশাহ নাকি এলিয়েন। আমারতো মনে হয় এরা এলিয়েন প্রজাতিরই কেউ। কারন, মানুষ অন্তত এমন আচরন করতে পারে না। এ যেন নুন খেয়ে নেমক হারামের মতো অবস্থা।

যে দেশ আমাকে এত সম্মান, খ্যাতি আর সম্পত্তি দিয়েছে, এখন কিনা তাকেই আমি তুচ্ছজ্ঞান করছি। যে দেশের মানুষের ভালোবাসা পেয়ে আমি এতটা উপরে এসেছি, এখন আমি তাদেরকে হেয় করছি। এই কাজটা অন্তত একজন সাধারন মানুষের দ্বারা হতো না। কিন্তু এরা মনে হয় এলিয়েন,তাই এদের দ্বারা এই কাজগুলো হয়েছে। ঘটনাগুলো প্রকাশ হওয়ার পরপরই আমাদের ব্যাক্তি স্বার্থে আমরা যতটা আঘাত পেয়েছি, আমার মনে হয় তারা এসবের দিকে ফিরেও তাকায়নি।

টাকা হলেই যদি বিদেশে পারি জমাতে হয়, আর বিদেশি ছেলেকে বিয়ে করতে হয়, তাহলে তোরা এতদিন এই দেশে ছিলি কেন? টাকা কামাবার জন্য? আরে একটু চিন্তা করে দেখ, এই টাকাটা কতটা কষ্টের। ক্যামেরার সামনে একটু মাজা ঘুরাইলে আর দুই-তিনটা শত রান করলেই হিরো হওয়া যায় না। হিরো হতে হলে জনগনের সহায়তা লাগে, তাদের ভালোবাসা লাগে। আর এই ভালোবাসা পেয়েও তোরা এমন প্রতিদান দিলি! এ দেশের মানুষ কষ্টের তাড়নায় আজ বুকে পাথর চাপা দিয়ে কষ্ট সহ্য করতে শিখেছে। নইলে ধাক্কা দিয়ে আজ তোদেরকে রাস্তায় নামাতো।

ওরা তা করেনি। কারন, ওরাও জানে মানুষ মাত্রই ভুল করতে পারে। তাই আজও তারা আশায় বুক বেধে আছে। শাবনুর আর সাকিবকে বলছি, এখোনো সময় আছে প্রত্তাবর্তন করার। ফিরে আসুন আপনাদের আগের রূপে।

দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন। দেখবেন যে পরিমান ভালো আপনি তাদেরকে বেসেছেন, তার কয়েকশগুন হারে তা আপনাদের কাছে ফিরে আসবে। নিজের দিকে তাকানোর আগে, নিজের কাজের দিকে তাকান, এটাকে সুন্দর করার চেষ্টা করুন। দেখবেন এই কাজের দ্বারাই আপনি আলোকিত হচ্ছেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।