আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচে বাংলাদেশ যখন মাত্ত ৫৮ রানে আউট হয়ে গেলো তখন সারাদেশের মানুষ স্বভাবতই ক্ষুদ্ধ ,অবশ্যই তাদের ক্ষুদ্ধ হবার কথা তাদের মনের এত বড় আশা ভালোবাসা ভেঙ্গে চুরমার ,তারা কষ্ট পাবেনাতো কে পাবে ?
যাই হোক ৫৮ রানে অলআউট হবার পর আশ্চর্য এক ঘটনা ঘটলো আমাদের সেরা প্লেয়ার এবং অধিনায়ক সাকিবের বিরুদ্ধে সাবেক কিছু ক্রিকেটার এবং মিডিয়া নানা ধরনের কথা বের করতে শুরু করলো কথাগুলো এমন সাকিব বেয়াদব ,সাকিবের গেম প্ল্যান নাই সাকিব দলে ভেজাল লাগায় আশরাফুল উইকেট পাওয়াতে সাকিব খুশি হয়ণা সাকিব হেন করছে সাকিব তেন করছে সাকিব বাংলাদেশকে দেখতে পারেনা সাকিব ইংল্যান্ড চলে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এইসব কথা আগে কিন্তু কেউ বলেনি এখন হারার পরে সব দোষ সাকিবের ,ভাবটা এমন সাকিবের কারনেই শুধু বাংলাদেশ হারতেছে সাকিবরে বাদ দিলে বিশ্বকাপ বাংলাদেশের ।
যাই হোক হঠাৎ গতকাল আমার এক বন্ধু আমাকে একটা ভিডিওর লিংক দিলো বললো দেখ সাকিব কত নিলর্জ্জ । আমি ভিডিওটা দেখলাম ,বাংলাভিশনের একটা স্পোর্টস রিপোর্ট তাতে বলা হয়েছে সাকিব ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর কাছে ৫৮ রানে অলআউট হবার পর মিডিয়া যখন তাকে প্রশ্ন করছে তাদের বাজে পারফর্মমেন্স নিয়ে তখন সাকিব বলছে এমনি এমনি আমরা আউট হয়ে গেছি ,দুপুরে নাকি ভালো খাবার দাবার ছিলো তাই আউট হয়ে গেছি খাবারের লোভে । নিচে ভিডিওটা দেখে নি
সাকিবের কত বড় সাহস সে মাত্ত ৫৮ রানে অলআউট হবার পর কিভাবে এত হাসি খুশি ঠাট্রা করে ?/ তারে জুতানো দরকার ? বেটা লাখ লাখ টাকা তোরে কি হুদাই দেইরে ?
এবার আসুন রিপোর্টটা আমরা পর্যালোচনা করি
প্রথমত পুরা রিপোর্টটাই ভুয়া কারণ এখানে দেখানো হয়েছে সাকিব বাহিনী ওয়েস্ট ইন্ডিজের সাথে হারার পর এইসব কথা বলেছে কিন্তু আসল ঘটনা হলো সাকিব আয়ারল্যান্ডের সাথে কষ্টার্জিত জয় পাবার পর সাংবাদিকদের সাথে মজা করে এইসব কথা বলেছে । কষ্টার্জিত জয়ের পর মানুষ কি পরিমাণ খুশি হয় তা এখানে ফুটে উঠেছে
এই ব্যাপারে ডেইলি স্টারের রিপোর্ট দেখুন তাহলে বুঝতে পারবেন
রিপোর্টে বলা হয়েছে সাকিব নাকি সাবেক ক্রিকেটারদের সমালোচনা করছে ।
হুম সত্যি কথা করছে কিন্তু সেখানে কারো নাম নিয়ে সমালোচনা করেনাই সে বলছে কিছু কিছু সাবেক ক্রিকেটার আমাদের উল্টাপাল্টা সমালোচনা করছে কিন্তু তারাতো বুঝার উচিত আমাদের অবস্হা তারাওতো মাঠে খেলছে তারাও আমাদের মতো পরিস্হিতিতে পড়ছে । আবার সাকিব একই সাথে বলছে কিছু সাবেক ক্রিকেটার আমাদের সাহস জুগিয়েছে । কিন্তু রিপোর্টে শুধু মাত্ত একটা দিক দেখানো হয়েছে আরেকদিন দেখানো হয়নি
প্রথম আলোতে ৫ তারিখ সাকিবের লেখাটা ছাপা হয়েছে এখন খুজে পাচ্ছিনা ,লেখাটা মনে হয় সরিয়ে ফেলেছে
আরে রিপোর্টটার ধরন খেয়াল করুন শুধুমাত্ত আমাদের সুজন ভাইও এক্সপার্ট হিসেবে এখানে কথা বলেছে । আবার এই সুজন ই আয়ারল্যান্ডের সাথে হারার পর সাকিবের কড় সমালোচনা করছে সাথে সাথে সাকিবের বিভিন্ন বিষয় নিয়ে অযথা বির্তক সৃষ্টিরও চেষ্টা করছে।
সাবেকরা সমালোচনা করতেই পারে কিন্তু সেটারও একটা লিমিট আছে ।
কালের কন্ঠের ৫ ই মার্চের পেপার পড়লেই সব বুঝতে পারবেন সাবেকরা নেঙটা হয়ে নামছে সাকিবের বিপক্ষে আবার আমাদের হাবা সুমন পজিটিভ সমালাোচনা করছে ।
সাকিব নাকি আবার মিডল ফিঙগার দেখাইছে ? এটা দেখে আমার প্রথম রিএকশন খুব সহজ। ছবিতে কোন সময়কাল উল্লেখ নেই। তার মানে এটা যে কখন তোলা হয়েছে কেউ জানেনা। আর দর্শক গ্যালারী থেকে এইভাবে পিছন দিক দিয়ে কেউ আঙ্গুল দেখালেও বোঝা যাবেনা।
আমার ধারনা এটা টিমমেইটদের সাথে ফাজলামী করার সময় তোলা। সারাক্ষন ক্যামেরা তাক করা থাকলে এমন অনেক ছবিই তোলা যাবে। পৃথিবীর প্রায় সব পুরুষের বিশাল বক্ষা নারীর বক্ষের দিকে তাকানোর ছবিও তোলা যাবে । এই অঙশটুকু জিকস ভাইয়ের ব্লগ থেকে নেওয়া
ছবিটাইবো এত পড়ে প্রকাশ পেলো কেন ? ছবি কে তুলছে ? কবে ? ছবিতে দেখুন সাকিব হাসতেছে ? হাসার কারণ কি ? হাসি দিয়া কেউ ফাক দেখায় তাও আবার সিরিয়াস মুডে জানতাম না
এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে সাকিবের বিরুদ্ধে এত বড় মিথ্যাচার কেন ?? আমাদের দেশেই যেই একটু উপরে উঠতে চায় তাকেই কেন টেনে হিছড়ে নামানোর চেষ্টা করা হয় ??
শেষ করবো অভ্রর মেহেদী ভাইয়ের একটা স্টাটার্স দিয়ে
How many assholes form a politician? Then again, how many politicians form a journalist?
Both Dr. Yunus and Shakib are culprits, right? May be their biggest fault is they represent a wrong country, the country which isn't ready to have heroes
আমার নিজের ব্লগেও প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।