আমাদের কথা খুঁজে নিন

   

মনো'জ দর্শন এবং কবি



অনুসন্ধান সূত্রের নিয়ত সংশয়ে অবনমিত হয়। ... সম্মোহিত...প্রকৃতির প্রজনন যন্ত্রের প্রাচুর্যে। মনের অবহেলায়, রাত্রিবেলায়- শতপত্র'র জন্য। স্বনির্বাচিত মনাগুণের জীর্ণতায় দু'চোখ কখন নিথর হয়ে গেল...। কেমন নেশা ধরা বাতাসের ঝাপটা লাগে।

যেসব হয় আকাশের সঙ্গে ঘর সংসারে। মনো'জ দর্শনের নগ্নতায় গর্বিত জনম, যা সমাজ সংস্কার ও সংক্রাম- এক। খেটে খাওয়া শ্রমিকের মিছেলে হারানো যুবা। ত্রিশোর্ধ্ব। কবে বন্ধ হবে মৌলিক অধিকার না পাওয়া মানুষের দাবীর শ্লোগান? রক্তের মানচিত্র হবেনা রাজপথ।

রচিবেনা কেউ মার্সিয়া। যুগপৎ প্রতীক্ষার ভীড়ে ভাবছে বসি- কোন সে দরদিয়া... প্রত্যক্ষ বেদনের বিভাব সঞ্চারী ঘনভবের অনবদ্য স্মারক, অতি নির্দিষ্ট। শব্দের চতু:সীমায় যেতে, এক নিরনজন হেয়ালির সম্পাতে কেঁপে উঠে কবিতার স্বর। হোকনিয়া জুলাই ২৪, ১৯৯৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।