আমাদের কথা খুঁজে নিন

   

সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা মনোজ দে'র কবিতা

চোখ খুবলে নেয়া অন্ধকার, স্ফুলিঙ্গ জ্বেলে দাও!

ইশতেহার মনোজ দে কত আর হত্যা করবে আমাদের? উদ্যত আগ্নেয়াস্ত্র থেকে বেরিয়ে আসা তপ্ত বুলেট স্তব্ধ করবে কত আর হৃৎপিন্ড? কানসাটে মেরেছো ২৪জন সহযোদ্ধা কে- আর আজ ফুলবাড়ির মাটি রক্তরাঙ্গা হল ৭ শহীদের টকটকে রক্তে? তবু কি থামাতে পেরেছো- জনজাগরণ শনির আখড়ায়? মিরপুর থেকে গাজীপুরের শ্রমিক দাবানল? কে ডরায় তোমার উদ্যত অস্ত্রে? কে ভয় পায় তোমার তপ্ত বুলেটে? কে থোড়াই কেয়ার করে তোমার অসভ্য সমর সজ্জায়? শ্যামল মাটির সহজিয়া মানুষ আমরা বেঁচে থাকার স্বপ্নসাধ কাজে কাজেই পরিমিত! তবু সেটুকু-ই বারে বারে কেড়ে নিতে তৎপর সাম্রাজ্যবাদের দাঁতাল ঈগল আর তাদের পদলেহি শাসকেরা। কত আর হত্যা করবে আমাদের? উদ্যত আগ্নেয়াস্ত্র থেকে বেরিয়ে আসা তপ্ত বুলেট স্তব্ধ করবে কত আর হৃৎপিন্ড? বাঘাইছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি দিনাজপুর, রংপুর, গাজীপুর কানসাট, কুষ্টিয়া, নওগাঁ, ফুলবাড়ি কোথায় চলছে না তোমাদের নির্বিচার গণহত্যা? দিনে দুপুরে গুলি চলছে, রাতের আঁধারে চলছে-ক্রসফায়ার এখন আমাদের সমগ্র সবুজ ব-দ্বীপ একটা মস্ত কসাইখানা। পাহাড় কিংবা সমতলে চলছে জবাই চলছে সমানতালে-ই। এত হত্যা! নির্বিচার রক্তপাত! আর কত সইবে আমাদের মানবিক হৃৎপিন্ড? দাঁতাল ঈগল দালাল অসভ্যের আগ্নেয়াস্ত্র কতদিন কাড়বে আমাদের জীবন? এখন সশস্ত্র একপক্ষের সাথে জনতার অস্তিত্বের লড়াই; বাঁচা-মরার সংগ্রাম। ইতিহাসের নির্মম শিক্ষায় চেতনায় জ্বলজ্বল রক্তজবা চোখ তীক্ষè-স্পষ্ট তাই সরল মানবিক হৃৎপিন্ডও প্রস্তুত সশস্ত্র হতে। হয় মেরুদন্ড সটান করে ঘোষণা কর শেষ যুদ্ধের নতুবা বেছে নাও ন্যাতানো কেন্নোর ঘিনঘিনে জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.