সার্ক ফোয়ারার কাছে দুপুর ২টার দিকে একটা ককটেল বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়ি থেকে ককটেলটি ছোঁড়া হযেছে বলে পুলিশ ধারণা করছে। তিন দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে বক্তব্য দেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ডক্টরেট অব ল’ ডিগ্রি দিয়ে সম্মান জানানো হয়। বিকালে বাংলাদেশের পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধ সম্মাননাও দেয়া হবে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান কর জামায়াতের ডাকা দুই দিনের হরতালে নগরীর বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।