আমাদের কথা খুঁজে নিন

   

''স্মৃতিপটের দখিনা দুয়ার খুলে গেলে''

মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা

ভারাক্রান্ত হদয়ে কষ্টের হাত ধরে বিদ্যুৎবিহীন রাস্তা দিয়ে আনমনে হেঁটেছি একা..... তুমি এসে পাশে দাঁড়ালে চোখ দুটো হয়ে যায় মাধবকুণ্ডের জল-প্রপাতের মতো। স্মৃতিপটের দখিনা দুয়ার খুলে গেলে ছুটে যাই তোমার সান্নিধ্যে। তোমার চোখের পাতার দিকে তাকিয়ে লেখা হলো জীবনের ধারাপাত। তারপরও কেন যে তুমি থেকে যাও অচেনা শহরের মতো..! তোমাকে জানিনা বলে এতো হতাশা নিয়ে বেড়াই তোমারই ভুবনে। তোমার রাষ্ট্রে তুমি নিজেই সরকার অতিথি পাখির মতো মনে হয় আমাকেই আমি নীরব নিথর হয়ে ভালোবেসে যাই এখনো পৌঁছাতে পারিনি তোমার ভালোবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।