নয়া নয়া ট্যাকা বাচাইতে মুভি নামাইয়া দেখা শুরু করসিলাম। ২০১০ আর ২০১১ এর বস্তা পচা তৃতীয় শ্রেনীর কিছু ছবি দেইখ্যা কিরা কাটসিলাম নন হলিউডি মুভি দেখিয়া রুচি পরিবর্তন করিব!! সেই মর্মে একটা রিভিউ দেইখা কোরিয়ান মুভি নামাইলাম স্টেজভু থেক্যা নাম তাহার বড়ই সৌন্দর্য- ডেইজি! মুক্তিকাল--২০০৬ সাইজ- ৬৭০ মেগাবাইট । -নামাইয়া দেহি আল্লাগো কি সুন্দর লাইকা! তয় কোরিয়ান ভাষা কিছুই বুঝি না। ভাষা বুঝিতে হৃদয় ব্যাকুল হইয়া আছে( আমারে লুল সন্দেহ কইরেন্যা না, আমি সত্যই লুল) ভাষা বুঝনের একটাই উপায় সাবটাইটেল । দেহি কি! ওমা হেইডাও কোরিয়ান!! মাথায় বাজ পড়িলো। ২০ কেবি স্পিড লইয়্যা বহু কস্টে নামাইসি ভাই( যে নামায় হেই বুঝে ভাই আমার কস্ট!) । যারা রেগুলার মুভি নামান এই বিষয়ে তারা যদি হেল্পাইতেন। বড়ই কৃপা ধন্য অইতাম। কস্টে বুকটা ফাটিয়া যাইতাসে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।