কবিতার গভীরে,নারীর নীড়ে আমার বসবাস
কলঙকের দাগ নিতে মগজের চতুর অয়োজন।
মুঠোফোনে অনতীত কন্ঠে
পরিচিতি সুরে কথপোকথন
আপনি এখন কোথায়,
আগারগায়,
তারমানে আরো আধা ঘন্টা
একটু তাড়াতাড়ি আসেন ।
স্বল্পকালীন অল্পকথনে স্বপ্নের ক্যানভাসে
কল্পনার আকাআকি,
ক্ষয়ে যাওয়া সময়ের আঘাতে
অপেক্ষার মৃত্যূ।
প্রথম দর্শনে কবিতার বাতাসে নড়ে
উঠে কানের দুল।
চশমার আড়ালে চোখের অন্তরালে
অদৃশ্য অনুচ্চারিত সঙলাপ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।