আমাদের কথা খুঁজে নিন

   

Fill The Light of FullMoon At Kuakata- ভরা পূর্নিমায় কুয়াকাটা



কুয়াকাটা দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় 16 Mar Start Journey from Sodorgat 5:00 PM 17 Mar 8:00 Pm Reached Potuakhali Breakfast,Start for Kuakata by bus/Toller কুয়াকাটা বিচ - সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং রাত্রীযাপন(পূর্ণিমায় অবগাহন) ...কুয়াকাটার কুয়া যার নাম অনুসারে এই জায়গার নামকরন করা হয় ফাতরারচর - সুন্দরবনের প্রান্তসীমা। ঝাউবন - সূর্যদয় দেখার জন্য উৎকৃষ্ট স্থান রাখাইন পল্লী ...(রাখাইন পল্লী দেখতে হলে বৌদ্ধ মন্দির এর নিকটস্থ পল্লীতে গেলেই ভালো) মিশ্রি পাড়া-- উপমহাদেশের সর্ববৃহত বৌদ্ধ মূর্তি সমুদ্রের মাছ নিয়ে একটি মিউজিয়াম শুটকি পল্লী লেবুর চর BBQ 20 Mar 9:00 Am Dhaka রেজিট্রেশনের জন্য শাহবাগ চারুকলার মেইন গেটের সামনে প্রতিদিন সন্ধ্যায আমরা আছি ফোন করে আসুন । ...ভ্রমন খরচ- ৩২০০/= ( তিন হাজার দুইশত টাকা ) Tour Cost- 3200/- (Three Thousand Two Hundred Only ) ভ্রমণের তারিখ- যাত্রা শুরু-১৬ মার্চ ২০১১ সন্ধ্যা Tour Start-16 March 2011 যাত্রা শেষ- ২০ই মার্চ ২০১১ সকাল Tour End-20 March 2011 যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন -- Please Contact : Abu Bakkar Siddik-0171-4444330 Robiul Hasan Khan Mona-01711-277250 or 0119-8181-888 & প্রতিদিনের কাপড় আলাদা পলিথিনের ব্যাগে করে নিতে হবে । ময়লা ফেলার জন্য একটি পলিথিনের ব্যাগ রাখতে হবে (যা ট্যুরের শেষে পুড়িয়ে ফেলতে হবে ) । প্রচুর পানি পান করতে হবে ।

ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে । ১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে । ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে ২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মের প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে । ৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে ।

৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে । ৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না । তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে । ৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে । ৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না ।

৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে । ৯. ট্যুরের জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে । ১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে । ১১. সময়মত সকল কাজ করতে হবে । যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না।

১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে । শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে । ১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না । ১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না । ১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে ।

১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে । ১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে । যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে । ১৮. পানিপথের যাত্রাতে সাঁতার না জানা থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট নিতে হবে । ১৯. ট্রেন/লঞ্চ/বাসের টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে ।

বি:দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।