ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
ব্রাউজিংএর ক্ষেত্রে যে ব্রাউজারটি রাজত্ব করছে তা নিঃসন্দেহে Mozilla Firefox। এর কারন অনেক। এর দ্রুতগিতর ব্রাউজিং সুবিধা, দেখতে চমৎকার, আধুনিক ব্রাউজিংয়ের পথ প্রদর্শক, ৭ হাজারেরও বেশী নানা কাজের জন্য প্রস্তুত করা Add-ons এমন অনেক অনেক সুবিধা পাবেন এই ব্রাউজারের মাধ্যমে।
আমি এখানে অনেক অনেক সুবিধা নয়।
একটি Add-ons এর সুবিধা নিয়ে আজ আপনাদের বলবো।
Mozilla Firefox এর যে Add-ons গুলো আমার না ব্যবহার করলেই নয় তাদের মধ্যে অন্যতম হল WOT। WOT মূলত Web of Trust এর সংক্ষিপ্ত রূপ। এর নিজস্ব Website হল WOT ।
এটি দুই ভাবে কাজ করে থাকে।
এরা প্রতিটি সাইটকে বিভিন্ন মাত্রায় রেটিং দিয়ে থাকে। আবার যারা ব্যবহারকারী তারা লংইন করার মাধ্যমে তাদের মতামত জানাতে পারবেন এবং রেটিং দিতে পারবেন।
এর মাত্রগুলো হল-
১. Trustworthiness.
২. Vendor Reliability.
৩. Privacy.
৪. Child Safety.
আপনি যখন গুগলে কোন বিষয় খোজ করবেন তখন প্রতি পেজে অনেকগুলো ওয়েব সাইটের নাম আসবে। প্রতিটি সাইটের লিংকের শেষে তারা মার্ক দিয়ে বুঝিয়ে দিবে এর রেংকের কি অবস্থা। এমন কি আপনার মেইলে আসা যে কোন লিংকের অবস্থাও তারা বলে দিবে।
যদি এমন হয় আপনি কোন লিংকে ঢুকে গেছেন তখনও তার সম্পর্কে জানাবে যদি তার অবস্থান Very Poor হয়।
এর আরো এরকম সুবিধা রয়েছে।
এটি ব্যবহার করে আমার বেশ লাভ হয়েছে। সবচাইতে বড় যে লাভ হয়েছে তা হল আমি সবুজ রেংক ছাড়া কোন সাইটে ঢুকি না। ফলে নেট থেকে ভাইরাস আসা প্রায় বন্ধ।
আরেকটা লাভ আমার আছে। আমি দুটি পিটিসি সাইটে কাজ করেছি যাদের রেংক সবুজ ছিল। এবং তাদের প্রত্যেকের কাছ থেকে আমি টাকা পেয়েছি। এছাড়া এমন অনেক সাইটে টাকা পায়নি যাদের রেংক পড়ে আমি লালা দেখেছি। আগে জানলে করতাম না।
কিন্তু সমস্যা হল WOT সম্পর্কে আমি অনেক পড়ে জেনেছি।
তাহলে আর দেরি কেন। এখনি এই লিংকে গিয়ে ফায়ারফক্সের ব্যবহারকারীরা ইনস্টল করে নিনি WOT এবং উপভোগ করুন নিরাপদ নেট ব্যবহার। যারা গুগল ক্রম ব্যবহার করেন তারা Extension এ গিয়ে খোজ করলে WOT পেয়ে যাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।