আমাদের কথা খুঁজে নিন

   

ফতোয়াবিরোধী শুনানি: সুপ্রিমকোর্টে উত্তেজনা



ঢাকা, ১ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজ বুধবার শুরু হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করছেন। সকাল পৌনে ১০টায় শুনানি শুরুর পর প্রথমে ফতোয়ার পক্ষে আপিলকারীর আইনজীবী নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এরপরে এ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন বক্তব্য উপস্থাপন শুরু করেন। এদিকে ফতোয়াবিরোধী মামলার শুনানি নিয়ে সুপ্রিমকোর্ট অঙ্গনে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

আজ আপিল বিভাগের কার্যতালিকায় এ মামলাটি শুনানির জন্য ৫ নম্বর ক্রমিকে ছিল। সকাল থেকে ধর্মপ্রাণ মুসুলি্লরা আদালতের সামনে এসে জড়ো হতে থাকে। সকাল ৯টার পর থেকে বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে মুসুলি্লরা আসা শুরু করে। কয়েকজনের কাছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানার রয়েছে। তারা আদালতে প্রবেশ করতে চাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়।

এরপরও প্রায় অর্ধশতাধিক আদালত অঙ্গনে ঢুকে পড়েন। আরো প্রায় শতাধিক সুপ্রিমকোর্টের তিনটি ফটকের বাইরে অবস্থান করছেন। রোববার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি এক সংবাদ সম্মেলনে ফতোয়া নিষিদ্ধ হলে দেশে আগুন জ্বলে ওঠবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রসঙ্গত, ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে দেয়া হাইকোর্ট রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি মামলাটি কার্যতালিকায় এলে আদালত শুনানি ২ সপ্তাহ মুলতবি করে। একই সাথে এ মামলায় আদালতকে সহায়তার জন্য সিনিয়র ১০ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।