আস্সালামু ওয়ালাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। টেকটিউনস এ এটা আমার ৩য় পোষ্ট । আজ আমি আপনাদের সাথে ফটোশপের একটি Action শেয়ার করব ।
আপনাদের সাথে ফটোশপের এমন একটি Action শেয়ার করব
যেটা দিয়ে ৫ মিনিটে ৩০ টি ছবির ব্যাকগ্রাউন্ড পালটাতে পারবেন, মাত্র ৩ টি যাকগ্রাউন্ড পালটিয়ে।
কথা না বলে কাজ শুরু করি কি বলেন.......
(১) প্রথমে এই লিংক থেকে Action টা Download করে নিন।
(২) এবার Action টি Loaকরুন…
(৩) আপনি যে Action Download এ মদ্যে থেকে bipul1 নামের Action Load করুন এবাবে
(৪) C:\Program Files\Adobe\Photoshop 7.0\Plug-Ins এর বিতরে paste করুন BIPUL ফোল্ডার টি
(৫) C:\Program Files\Adobe\Photoshop 7.0\Plug-Ins BIPUL এর SNAP এর ৩ টি ছবি ফটোশপে ওপেন করুন
(৬) এবার আপনার কাংঙ্খিত ছবি ওপেন করুন আর কনের একটা পুল ছবি W নামে save করুন। এবার বরের একটা ছবি B01 নামে save করুন ,কনের একটা আপ ছবি K01 নামে save করুন। বর কনের ৩ টি ছবি ctrl a সিলেক্ট করুন ।
এবার আপনি শুধু F2 চাপুন
(৭)আপনার ছবি পাবেন C:\Program Files\Adobe\Photoshop 7.0\Plug-Ins\BIPUL\BIPUL এই রকম হইছে না কি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।