আমাদের কথা খুঁজে নিন

   

গুগোল ক্রোম এক্সটেনশন্স DevTools Autosave ট্রিক্স

বেশিরভাগ ওয়েব ডেভেলপার/ডিজাইনার লাইভ কোডিং করার জন্য Inspect Element অপশন ব্যবহার করে থাকেন, মজিলা এর জন্য Firebug ব্যবহার করে থাকে। গুগোল ক্রোম ব্যবহারকারীরা এই অপশন বিল্ড-ইন পেয়ে থাকে। Inspect Element এ লাইভ কোডিং করলে সেই কোড আবার কপি করে ফাইলে দিতে হয়। এই কাজটি সয়ংক্রিয় করা সম্ভব শুধুমাত্র গুগোল ক্রোমে। এটি শুধু জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এ কাজ করবে।

আসুন দেখে নেই কিভাবে এই কাজটি করতে হবে।
প্রথমে এই লিংক থেকে DevTools Autosave Extensions টি ইনস্টল করে নিন। তারপর আপনার ব্রাউজারে এই এড্রেস এ যান chrome://extensions/ দেখুন একটি Extensions ইনস্টল হয়েছে , Options এ ক্লিক করুন।

এখন নিম্নের চিত্রের অনুসারে ২য় ফিল্ডে টেক্সগুলো বসিয়ে নিন এবং ২য় ফিল্ডের নীল রং এর পয়েন্টি টেনে Servers এ দিয়ে দিন।
আমি এই পদ্ধতিটি Xampp এ চেক করে দেখেছি, আপনি অন্য কিছু ব্যবহার করলে পরিবর্তন করে নিবেন।


এখন Node.js ইনস্টল করুন, ইনস্টল হয়ে গেলে Node.js Command Prompt টি অপেন করুন।
টার্মিনাল অপেন হলেnpm install -g autosave
লিখে Enter দিন। ইনস্টল সম্পন্ন হলে রান করতেautosave
লিখে Enter দিন। রান হলে এরকম ম্যাসেজ দিবে।
DevTools Autosave is running on http://127.0.0.1:9104
এখন আপনি লোকালহোষ্টে লাইভ কোডিং করে চেক করে দেখুন কাজ করে কিনা।

কোন সমস্যা হলে মন্তব্যে জানাবেন।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.