আমাদের কথা খুঁজে নিন

   

‘মানবসম্পদ ব্যবস্থাপনা অটোমেশন’ শীর্ষক বেসিসের বৈঠক

বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর সহায়তায় বেসিস কনফারেন্স রুমে ২৪ জুলাই ‘মানবসম্পদ ব্যবস্থাপনা অটোমেশন’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএইচআরএম সভাপতি মোঃ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে বেসিস-এর প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলি, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. রোকনুজ্জামান, বেসিস-এর কোষাধ্যক্ষ উত্তম কুমার পালসহ বেসিস এবং বিএসএইচআরএম এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ বৈঠকে উপস্থিত  থেকে আলোচনায় অংশ নেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের লোকাল মার্কেট ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহেল, এতে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যারের ব্যবহারের সুবিধা ও মপা গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি তিনি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যারের বহুল ব্যবহারের ক্ষেত্রে রিাজমান প্রতিকূলতার উপর অলোকপাত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে, এ ধরনের গোলটেবিল বৈঠকে মানবসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবীগণ একসাথে বসে আলোচনা করলে মানব সম্পদ ব্যবস্থাপনা অটোমেশনে বিরাজমান প্রতিকূলতা দূর করার ব্যাপারে নতুন সমাধান বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, বিএসএইচআরএম দীর্ঘদিন ধরেই শ্রম আইন বাস্তবায়নে কাজ করে আসছে, তাই শ্রম আইন প্রণয়নের সময় বিএসএইচআরএম-এর সাথে সরকারের আলোচনা করা উচিত বলে তিনি উল্লেখ করেন। উপস্থিত বক্তাদের মধ্যে বিএসএইচআরএম-এর অন্যতম সদস্য পারভীন এস হুদা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইচ আর ম্যানেজম্যান্ট কোর্সগুলোতে এইচআর সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা উচিত বলে উল্লেখ করেন। এতে এসব শিক্ষার্থীরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করবে তখন তাদের মধ্যে এইচআর সফটওয়্যার ব্যবহারের আগ্রহ থাকবে।

এইচআর সফটওয়্যারের ব্যবহার বাড়াতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নীতি নির্ধারকদের সাদিচ্ছা থাকাটা খুবই জরুরী। এক্ষেত্রে তাদের এইচআর সফটওয়্যার ব্যবহারের সুযোগ সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর বিএসএইচআরএম থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং এইচআর সফটওয়্যার অটমেশন এর ক্ষেত্রে বিএসএইচআরএম এর সাথে বেসিস একসাথে কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সোর্স: http://news.techzoom24.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।