কিন্ত যে সাধেনি কভু জন্মভূমি হীত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধম জানাও সত্বর অতীব ঘৃনীত সেই পাষন্ড বর্বর
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের এই মুহূর্তে শেয়ার বিক্রি না করে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জেনারেল ইনভেস্টর ফোরামের আহ্বায়ক ইয়াকুব আলী খন্দকার। তিনি বলেন আস্থা না হারিয়ে বাজার পর্যবেক্ষণ করে শেয়ার বিক্রয় করুন। নচেৎ আরো ক্ষতির মুখে পড়তে হবে। তিনি অভিযোগ করে বলেন, অর্থমন্ত্রী বাণিজ্যিক ব্যাংকগুলোকে নগদ অর্থ দিয়ে শেয়ার ক্রয়ের পরামর্শ দিলেও বাজারে তার ফলাফল তেমন দেখছি না। শেয়ারবাজারে সূচক ৬ হাজারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা বর্তমানে ২৮ শত থেকে ৩ হাজারের বেশি হবে না।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ জেনারেল ইনভেস্টর ফোরাম আয়োজিত শেয়ারবাজারের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন বাজারে এখনো সংঘবদ্ধ চক্র রয়েছে। কারণ বাজারে এই মুহূর্তে শেয়ার বিক্রেতা নেই বললেই চলে তারপরও কিভাবে শত শত শেয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে। সবাই আজ সংঘটিত কিন্তু বিনিয়োগকারীরা সংঘটিত না হবার ফলে আজ বাজারের এ অবস্থা। তাই সংগঠনের সদস্যদেরকে সদস্য বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে আরো সুসংঘটিত করার পরামর্শ দেন।
তিনি এ সমস্যা থেকে উত্তরণের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে পরামর্শ নেন। পরামর্শে বিনিয়োগকারীরা বলেন আমাদের চোখের জল শুকিয়ে গেছে, কাঁদতে গেলেও আর চোখে পানি আসে না। তারা সভাপতির কথায় একমত হয়ে হাত উঁচু করে শেয়ার বিক্রয় না করার প্রতিশ্রুতি দেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহবায়ক জাকির হোসেন নাঈম ও বিপ্রজিত গুনসহ ফোরামের সদস্যবৃন্দ।
লিন্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।