আমাদের কথা খুঁজে নিন

   

মরীচিকার মৌতাত: আমার বিশ্বকাপ ভাবনাগুলো...২)



কাল রাতে বাংলাদেশ জিতেছে। যে সময়টিতে চারদিকে উৎসবের বন্যা বইছিলো, ইচ্ছেয় কিংবা অনিচ্ছায়, সে সময়টিতে রাস্তায় ছিলাম। আনন্দে উদ্বেল এবং ফুটবল বিশ্বকাপের সর্বাধুনিক বহুল প্রচারিত "ভুভুজেলা" কিংবা তার কাছাকাছি কিছু'র আওয়াজে মনে হয়েছিলো আমরা অনেক কিছু পেয়েছি। মোটর সাইকেলে তীব্র বেগে ধাবমান, কিংবা রাস্তায় নৃত্য উল্লাসে মত্ত তারুণ্যকে দেখে, আমি চেষ্টা করছিলাম বুঝতে বাংলাদেশ ঠিক কতটুকু জিতলো... অনেকে ভুল বুঝতে পারেন, হয়তো আমি ক্রিকেট খেলাটি বুঝিনা। কিংবা হয়তো, বুঝলেও এর উন্মাদনা আমাকে স্পর্শ করেনা।

ব্যাপারটা কিন্তু তেমন নয়। কাল রাতে শেষ দশটি ওভার আমিও দেখেছি। একজন নিকটাত্নীয়ের বাসায় যাওয়ার সুবাদে, বাকী সবাইকে টিভি সেটের সমুখে উদগ্রীব এবং উদ্বেল দেখে, আমিও বসে বসে দেখেছি... আউট হলে সমস্বরে চেঁচিয়ে উঠেছি, হয়তো গ্রামীন ফোন যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে প্রার্থনা করিনি, কিন্তু এ ভাবনাটি সমস্ত হৃদয় জুড়ে ছিলো, জিতুক বাংলাদেশ... কিন্তু কিছু ভাবনা চিন্তা মনের কোণে কেনো যেনো বড়ই ত্যক্ত করতে থাকে... আচ্ছা এ বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর বৈষয়িক লাভ কি হয়েছে? কতটুকু হয়েছে? আমার জানতে ইচ্ছা করে, এ আয়োজনের জন্য যারা স্পন্সর হয়েছে, সে'সব কর্পোরেটগুলো কি তাদের ব্যালান্স শিটে লাভের অংকটুকু না দেখেই দেশ প্রেমে উদ্বেল হয়ে স্পন্সর করছে? রাস্তার মোড়ে মোড়ে আলোর ঝরণাধারা আর পত্রিকার পাতা ভরা ক্রিকেট দলের সাফল্য কামনা করে বিজ্ঞাপনের সবটুকুই কি তবে নিখাদ? মানুষের মৌলিক চাহিদাগুলোর কোনটাকে মেটাতে, কেনো তাহলে এমন সাজ সাজ রব দেখিনা? আমার আরো জানতে ইচ্ছা করে বিশ্বকাপের আয়োজক দেশ হয়ে, আমরা অর্থনৈতিকভাবে কি লাভবান হলাম? জ্যাম প্যাকড স্টেডিয়ামগুলোতে আমার দেশের সৌভাগ্যবান কতিপয় যারা টাকা খরচ করে ঢুকেছেন, তাদের টাকাগুলো দেশে থাকছে তো? এ উপলক্ষে দেশে বাণের পানির মত ট্যুরিস্ট এসেছে কি? কোথায় তারা? আমি জানি এসব প্রশ্নের জবাব দেয়ার মত কেউ নেই। অন্ততঃ আমার নাগালের মধ্যে নেই। বরং, দেশব্যাপী এ মৌতাতের মধ্যে এসব কুইনাইন মার্কা ভাবনাগুলো উল্টো আমার দেশপ্রেম, সময় আর পরিপ্রেক্ষিত জ্ঞান নিয়েই প্রশ্নের সৃষ্টি করবে।

একগাদা দুঃখী, ক্ষুদার্ত আর বস্ত্রহীনের এ দেশে, কিছু সময়ের জন্য বাস্তবের বঞ্চনাগুলো, ক্ষোভগুলো আর অন্যায়গুলো ভুলিয়ে দিতে, কারা যেনো ভীষনভাবে সফল হয়েছে... কাল রাতে তাই, সমগ্র বাংলাদেশের সাথে সাথে, তারাও খুব খুব উল্লসিত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।