আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণায় “রেশমা”

যখন কোন মানুষ অতিরিক্ত হাসে , অকারনেই কোন খারাপ দিক দেখেও হাসে তাহলে সে ভিতরে অনেক একাকীত্ব বোধ করে মসজিদের বেইজম্যান্ট এ রেশমা ১৭ দিন (৪০৮ ঘন্টা ) থাকার পর রেশমার খবর কাঁপিয়ে দিয়েছে সারা বিশ্ব। বিবিসি-সিএনএন-আল-জাজিরার প্রথম পাতায় ব্রেকিং!!! জীবনের অসম্ভব-অকল্পনীয়-অলৌকিক এক যুদ্ধে জয়ী হওয়া রেশমাকে স্যালুট। যে মানুষ টা এতদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে আছেন, সেই মানুষ টা কে দেওয়া উচিত আজীবন সন্মাননা, সরকারী ও বেসরকারী পর্যায় থেকে দেওয়া উচিৎ নগদ অর্থ পুরষ্কার। রেশমা আজ দেশের লাখো কর্মজীবী নারীর বেঁচে থাকার অনুপ্রেরণা । অশেষ ধন্যবাদ উদ্ধারকর্মীদেরও। যারা অক্লান্ত পরিশ্রম করে রেশমা কে উদ্ধার করেছেন। রেশমার সুস্থতা কামনা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।