আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দুরের গায়ে টাইগারের লেবেল

আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ...

গত ওয়াল্ডকাপে কোন একটা ম্যাচে হারের পর আমার এক বন্ধু বলেছিল যে, ইন্দুরের গায়ে টাইগারের লেবেল লাগালে কি ইন্দুর আর টাইগার হয়? আমি সেদিন ওর কথার উত্তর দিয়েছিলাম বাট আজকে মনে হয় না উত্তর দেয়া যাবে। আয়ারল্যান্ডের মত একটা দূর্বল টিমের বিপরীতে এমন উড়ন্ত সূচনা করার পর যখন ডায়রিয়া লাগার মত ঝপাঝপ করে ৪ উইকেট পড়ে যায় তখন মনে হয় আমার ঐ বন্ধুর কথাই সত্য। প্রথমে খেলা দেখে মনে হল রান আজ ৩০০ পার হবে। বাট যখন প্রথম মোড়কটা লাগলো তখন বুঝতে পারিনি যে, বাংলাদেশী ব্যাটসম্যারা এত কাণ্ডজ্ঞানহীন। রান রেট যখন ৬ এর কাছাকাছি তখন এ্যাটাকিং খেলার কি মানে হয় আমি বুঝি না।

অন্যান্য গেমে তো রান রেটে ৪/৪:৩০ থাকে তখন দেখে খেলে । আর আজ রান রেট ভাল তারপরও দেখে খেলার কোন চিন্তাই নেই নেই। আর শাকিব মিয়ার কথা বাদ দেন ওর নামে যতই ঢোল পিটাক না কেন... ওর খেলা এমনই। আশেপাশে না দেখে খালি চার মারতে যাওয়া। আসলে আমার ঐ বন্ধুর কথাই ঠিক ওরা ইন্দুর।

টাইগারের লেভেল নিয়ে কিছুক্ষণের জন্য টাইগার টাইগার ভাব দেখায় এর পর লেবেলটা খসে গেলে আবার সেই ইন্দুরের স্বভাবে ফিরে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।