আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দুরের ফালানী-উদাসী ফ্যাকড়া!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

ঠেকায় পড়লে ইন্দুররেও কান্ধে নিয়া নাচতে হয়, কিন্তু এক হগা আমারে এমুন নাচানি দিতাছে, মন চাইতাছে কাম হইলে ঘেটি ধইরা আলগাইয়া মামু বাড়ি দেখাই দিমু! একখান প্রজেক্ট হাতে দিয়া বসে কইলো ইমপ্লিমেন্ট করাও, কেমনে করাইবা তুমি জানো! খুইটা নাইটা দেইখা বুঝলাম খুব সোজা একখান কাম। আমার একখান তারও ছুইয়া দেখতে হইবো না, একখান সুইচ পর্যন্ত টিপানি লাগবো না। সব কিছুই ঠিক করনের পর একখান কনফিগারেশনে যাইয়া আটকাইয়া গেলাম। বাধ্য বাধকতা হইলো নিজের পজিশন সেফ রাখনের লিগা এই কাজটা আমি নিজের হাতে করতে পারুম না।

অনেক কস্ট কইরা এক চোরারে রাজী করাইলাম। মাগার ওর দেমাগ দেইখা মনে হইতাছে পূর্বজনমে নিশ্চয়ই কুনো আকাম করছিলাম! ডিমান্ডের এভুলেশন হয় মিনিটে মিনিটে! ১) টাকা না দিলে করুম না! - ওকে টাকা পাইয়া যাইবা! ২) প্রমোশন না দিলে করুম না! : বসের সাথে মিট করানির পর রফা হইলো ব্যাপারটা! ৩) এই উইকে আমার কাম আছে, পরের উইকে যামু! - কি কাম? - তেনার সাথে দেখা, ফুচকা, মেটাল গান, কনসার্ট, মিটিং সিটিং কত কাহিনী! - ওকে পরের সপ্তাহ! আর পিছাইতে পারুম না, আর পিছাইলে পিছলাই যামু আমি নিজে! ৪) রেড চিলিতে রাখতে হইবো। - কেন? নাজ গার্ডেনের উপর কুনো হোটেল আছে? পুরা উত্তর বঙ্গের থ্রী স্টার! - ঐখানে কি বোতল পাওয়া যায়? - আস্তাগফিরুল্লাহ! যেইখানে মালা সেইখানে থাইকো, খালি বিলের রিসিট লইয়া আইসো! ৫) বোতলের দাম দিতে হইবো! - মাগো মাফ চাই। এই আকাম আমারে দিয়া হইবো না। পারলে বসেরে কও! আমি পারুম না! - নাইলে আমি যামু না! - (মেলা চিন্তা কইরা) আইচ্ছা যা, ব্যাবস্হা করুম নে, তয় ব্লাংক বিলের কপি আনবার হইবো।

খুশী? - হ, খুশী। আমার মাথা ঘুরতাছে ওর ডিমান্ড শুইনা। মন চায় পায়ের জুতাডা ওর কপালে মারি! তাও ঠেকা। তয় আসল কাহিনি আজকা আসনের সময় শুনলাম, শুইনা মনে হইলো ফ্রীজ খুইলা মাথায় বরফ না দিয়া নিজেই সাইটা যাই বরফে! ৬) দেখো রনি, গত কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে আমি ক্লান্ত। মাথা ঘুরায় বমি বমি লাগে! আমি ১ সপ্তাহর ছুটি লমু।

তুমি ডেট পিছাও! আমি কিছুই কই নাই। ওদিকে বস দেশের বাইরে গেছে, কইয়া গেছে যদি নামাইবার না পারি তাইলে একখান চাপাতী কিন্যা আইনা আমারে জবাই দিবো আর যদি পারি তাইলে জান বইখসা দিবো! ওরে কিছুই কইলাম না, খালি আসনের সময় ৩ হাত নাইলনের দড়ি কিন্যা আনলাম। না, নিজের গলায় দড়ি দিমু না, ওরে কাইলকা বাইন্ধা আমিনবাজারে লইয়া জবাই দিমু! আপনেরা কি কন, ঠিক করছি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।