আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে প্রবেশ করেই দেখলাম , আমি নিরাপদ তাই এই লিখাটি পোষ্টে তুলে দিলাম।

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবি আজকের দিনে কবি ও অ-কবির চলছে লড়াই ভারী- কবির উপর দোষারোপ বড়, সে ভোলা- অহংকারী। কবি ভালোবাসে গাছ ও পাথর , মাটির সোঁদাল ঘ্রাণ, আকাশের তারা, চাঁদের জোছনা, সাগর-জোয়ার-বান। ভালোবাসা তার নিখাঁত-মধুর স্বার্থপরতাহীন; অ-কবি বলে তা সবই ভনিতা কবিরা মিথ্যায় লীন। নারীর মোহেতে ভালোবাসে কবি একটি লতার পাতা, প্রেমে ও সোহাগে , ¯স্নেহে মৈথুনে সাজায় তাহার খাতা। মরমের সব বেদনার রঙ কলমে ভরিয়া কবি- আাঁকিছে নিরবে আগামী দিনের বিজয়-চেতন ছবি। কোথায় পাবো গো শুভ্র হৃদের এমন কবির ছোঁয়া? হৃদয় যাঁদের সাগর সদৃশ, আকাশ-নীলের ধোয়া। হায়রে কবির প্রাণ ! তোমার লাগিয়া যুগ যুগ ধরে গাহিছে অমর গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.