বিডিজবস ডট কম পরিচালিত " বেস্ট এমপ্লয়্যার এওয়ার্ড ১০" জরিপে ২০১০ সালের শ্রেষ্ঠ ৭ প্রতিষ্ঠান হলো -
১. ডেভেলপমেন্ট ক্যাটাগরীতে - ব্র্যাক,
২. কনজ্যুমার ক্যাটাগরীতে - ইউনিলিভার বাংলাদেশ লি:,
৩. মিডিয়া ক্যাটাগরীতে - এটিএন বাংলা,
৪. টেলিকমিউনিকেশন ক্যাটাগরীতে - গ্রামীণফোন লি:,
৫. তথ্যপ্রযুক্তি ক্যাটাগরীতে - গ্রাফিক পিপল/ সফটওয়্যার পিপল,
৬. ব্যাংক ক্যাটাগরীতে - এইচএসবিসি ব্যাংক এবং
৭. গার্মেন্টস ও টেক্সটাইল ক্যাটাগরীতে - এইচ এন্ড এম।
যে পাঁচটি বিষয়ের উপর জরিপে মতামত চাওয়া হয়েছিল তা হল -
ক) কর্ম পরিবেশ,
খ) ব্যবস্থাপনা কৌশল,
গ) পেশাগত উন্নয়নের সম্ভাবনা,
ঘ) বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা এবং
ঙ) ব্রান্ড ইমেজ।
ছবিতে যাদের দেখা যাচ্ছে ( বাম পাশ হতে ) :
# বিডিজবস ডট কম লি: এর সফটওয়্যার টিমলিডার - কাজী লুৎফর রহমান
# বিডিজবস ডট কম লি: এর পরিচালক - আহমেদ ইসলাম মুকসি্ত
# বিডিজবস ডট কম লি: এর প্রধান নির্বাহী কর্মকর্তা - ফাহিম মাশরুর
# বিডিজবস ডট কম লি: এর পরিচালক - মেজবাহ উদ্দীন আহমেদ
এবং
# বিডিজবস ডট কম লি: এর মার্কেটিং ম্যানেজার - প্রকাশ রায় চৌধুরী
হোটেল সোনারগাঁও এর হলরুম চিত্রাতে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই এওয়ার্ড এর ঘোষণা দেয়া হয়। এ অনুষ্ঠানে জরিপে ভোট দেয়া ১০ জন সৌভাগ্যবান বিজয়ী কে মোবাইল হ্যান্ডসেট উপহার দেয়া হয়।
আরোও বিস্তারিত জানতে ক্লিক করুন বিডিজবস ডট কম এর হোম পেজের বাম পাশে অথবা দেখুন ২৪.০২.২০১১ বৃহস্পতিবার " দৈনিক প্রথমআলো" পৃষ্ঠা ১০, দি ডেইলি ষ্টার এর বিজনেস পেজ এর ১ ও ৩ নং পেজ অথবা আমি তো আছিই ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।