আমাদের কথা খুঁজে নিন

   

আঠারো-এর কবিতা

জানতে চাই নিজেকে....

শিরোনামহীন-১ আজ আকাশের নিলীমায় বসন্ত বায়ুতে কোকিলের গানে ভালবাসা মন দোলায় কি গোপন কানাকানি এপ্রাণে ওপ্রাণে । আজ কিসে সুখ জানিনে কি সুরে বাজে এ মনোবীনা অকারন আজ বাধা কিছু মানিনে স্বর্গ পথে বাড়ায়েছি অবাধ এ চরন । আজ প্রাণে মিলাবো প্রাণ ঐ দূর প্রান্তে যাবো হারিয়ে তোমায় শুনাবো গো গান আছো যে হৃদয় প্রান্তে দাড়িয়ে । ভালবাসি বলে জড়াবো ফুল বাসরে ভরাবো তোমায় প্রণয়ে প্রেমের কাব্য লিখিবো অপ্সরী দল বুনেছিলো তা হৃদয়ে । ভালবাসি প্রিয় বলি শতবার আজ সুদিন হৃদয় বাধিবার- হৃদয়ে ভালবেসে যাবো হাজার বছর পাশাপাশি দুটি রাঙা অন্তর- মিলায়ে । ১৪-০২-২০০৮ (ক্রমশ আরো পুরনো কবিতা দেব ।)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।