বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রতিটি সংবাদ মাধ্যমের দায়িত্ব। দৈনিক পত্রিকা,বিভিন্ন সংবাদ সংস্থা এবং টিভি নিউজে আমরা সঠিক সংবাদ পাব এটাই স্বাভাবিক । গতকাল রুয়েটে(রাজশাহি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)সংঘর্ষের খবর বিভিন্ন টিভি নিউজে বিভিন্নভাবে এসেছে। উদাহরন:শহিদ মিনারে বসা কে কেন্দ্র করে রুয়েটে সংঘর্ষ। (দেশ)
শহিদ মিনারে জুতা নিয়ে ওঠা নিয়ে সংঘর্ষ।
ছাত্রি উক্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ। ( RTV)
ছাত্রি উক্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ। (NTV) এন টিভি ও আর টিভি পরিবেশিত খবর টি ভয়াবহ। তারা এরকম সংবাদ কোথায় পেলেন আল্লাহ মালুম। মনে হয় তাদের সাংবাদিক(সাংঘাতিক) রা সংবাদ পাঠানোর আগে গাজায় দম দিয়ে নিয়েছিলেন।
আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রুয়েটের সংঘর্ষের খবরটি পড়লাম; ছাত্রি উক্ত্যক্ত করার কোন ঘটনা ঘটেনি। শহীদ মিনারের বেদিতে বসাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। প্রথম আলোর উপর আস্থা রাখা যায় । রুয়েটের খবর সাধারনত তারা সংগ্রহ করে রাবি প্রতিনিধির মাধ্যমে। রাবি এবং রুয়েট পাশাপাশি অবসথিত।
ক্যাম্পাসে কোন ঘটনা ঘটলে রাবি বা রুয়েট ছাত্ররা তা এমনিতেই জানতে পারে। বিডিনিউজ২৪ এর বক্তব্য প্রথম আলোর অনুরুপ:শহিদ মিনারে জুতা পায়ে ওঠা কে কেন্দ্র করে রুয়েট ছাত্রদের সাথে অগ্রনি স্কুল ও কলেজের ছাত্রদের সংঘর্ষ।
NTV ,র ক্যামেরাম্যানের ক্যামেরা ভেঙে ফেলাই কি তাদের অসত্য খবর পরিবেশনের কারন?এ জাতিয় মিথ্যাচার থেকে সংবাদ মাধ্যমকে অবশ্যই বিরত থাকতে হবে।
সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
বিডিনিউজ২৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।