আমাদের কথা খুঁজে নিন

   

এক্সক্লুসিভ নিউজ: স্বাধীন বাংলাদেশে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবী !!

ডাকে পাখি, খোলো আঁখি। দেখো সোনালী আকাশ, বহে ভোরেরো বাতাস।

সোমবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উর্দুকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আপত্তিকর বক্তব্য সহ ১৩ দফা দাবি সংবলিত একটি লিফলেট নীলফামারীর সৈয়দপুর শহরে বিতরণ করা হয়েছে। ওই লিফলেট বিতরণের অভিযোগে পুলিশ সোমবার শমশের আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । মঙ্গলবার ভোরে শহরের বাঁশবাড়ী এলাকার শরিফ মিস্ত্রীর বাড়ি থেকে কয়েকশ' লিফলেটসহ পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা থেকে ওই ব্যক্তি সৈয়দপুর আসে এবং 'ইন্ডিয়ান বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিলর' নামের সংগঠনের ব্যনারে ওইসব লিফলেট বিতরণ করা হয় শহরে। মঙ্গলবার গ্রেফতারকৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ড চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হোসেন ২ দিনের রিমান্ড দিয়েছেন। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 'ইন্ডিয়ান বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল' নামের একটি সংগঠনের নামে লিফলেটটি বিতরণ হলে সৈয়দপুরে তোলপাড় শুরু হয়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে রহস্যজনক লিফলেটে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ প্রায় দেড়টার দিকে উস্কানিমূলক লিফলেট বিলির অভিযোগে শহরের বাঁশবাড়ি মহল্লা থেকে শমশের আলী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শমসের পুলিশকে জানায়, তিনি ঢাকার মিরপুর থেকে এসেছেন। ইন্ডিয়ান বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আফজাল ওয়ার্সী তাকে পাঠিয়েছেন সৈয়দপুরে। উদ্দেশ্য ওই লিফলেট বিলি করা। সৈয়দপুর শহরে বিলি হওয়া লিফলেটে বলা হয়েছে উর্দুকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করতে হবে। ১৯৭১ এর ২ মার্চ থেকে বাঙালি কর্তৃক কতজন উর্দুভাষীকে গণহত্যা, গণ ধর্ষণ করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান দেশবাসীকে অবহিত করতে হবে।

গণহত্যার পর উর্দুভাষীদের লাশ কোথায় কোথায় গুম করা হয়েছে বা কোথায় গণকবর দেওয়া হয়েছে, এ ধরনের কাজ মানবতা বিরোধী কি না? তা জানতে চাওয়া হয়েছে লিফলেটে। এছাড়াও উর্দুভাষীদের জন্য বাংলাদেশের জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে আসন সংরক্ষণের দাবি করা হয়। লিফলেটে আরও আছে উর্দুভাষীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ট্রাস্ট গঠনের দাবি। একইভাবে উর্দুভাষীদের দখল হয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে দেওয়া, ভারতে ফেলে আসা সম্পত্তির অধিকার নিশ্চিত করা, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিরক্ষেপতার সাথে উর্দুভাষীদের হত্যা, ধর্ষণের মতো অপরাধের বিচারের ব্যবস্থা করা ইত্যাদি দাবি। লিফলেটে উর্দুকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি ও মুক্তিযুদ্ধে উর্দুভাষীদের গণহত্যার বিচার, উর্দুভাষীদের জন্য সংসদ ও স্থানীয় সরকারের আসন সংরক্ষণ, উর্দুভাষীদের প্রতিনিধি মনোনয়ন, উর্দুভাষীদের মালিকানাধীন সম্পত্তি, ঘরবাড়ি বিক্রয়-বরাদ্দ বাতিলসহ ১৩ দফা দাবি জানানো হয়েছে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে উর্দুভাষী সংগঠনের সদস্য বলে জানিয়েছে। সে সৈয়দপুরে বসবাসকারী উর্দুভাষীদের মধ্যে জনমত গড়ে তুলতে ঢাকা থেকে লিফলেট নিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছে। তার বাড়ি ঢাকার ১২/ডি, কুর্মিটোলা, মিরপুর ক্যাম্পে। তার পিতার নাম মৃত অলি মাহমুদ। এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দিন জানান, তার কাছ থেকে পাওয়া লিফলেটে রাষ্ট্রবিরোধী বিষয়ের উৎস জানার চেষ্টাসহ সংগঠন সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।

তিনি জানান, আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সচেতন মহল ধারণা করছেন , যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল অপ তৎপরতায় অংশ হিসাবে এই সব করা হচ্ছে। এ ধরনের কাজে নেপথ্য যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। উর্দুভাষীদের এ দাবিকে বাংলা ভাষা ও বাংলাদেশের প্রতি চরম অবজ্ঞা বলে মনে করছেন তারা। ভাষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে।

সেই ভাষা, সেই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা অবশ্যই রাষ্ট্রদ্রোহী। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, সৈয়দপুরে লিফলেট বিলি কারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে ২ দিনের রিমান্ড পাওয়া গেছে। উল্লেখ্য, সৈয়দপুরে প্রায় আড়াই লাখ অবাঙ্গালী রয়েছে। তথ্যসূত্র: রংপুর ওয়েব তথ্যসূত্র: যায়যায়দিন তথ্যসূত্র: প্রথম আলো তথ্যসূত্র: কালের কন্ঠ আমার বক্তব্য: গতকাল হঠাৎ করে একটা পোস্ট চোখে পড়ে গিয়েছিলো, যেখানে ঢাকাতে একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে উর্দুতে লেখা পোস্টারের ব্যাপক প্রচার সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। পোস্টের লিঙ্ক: বাংলাদেশে এখনো অনেক ঘটনা ঘটে যা আমাকে অবাক করে দেয় .. এখন, নীলফামারীতে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবীতে লিফলেট বিলি করার ঘটনার সাথে ঢাকাতে একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে উর্দুতে পোস্টার প্রচার করার ঘটনার মধ্যে কোন সম্পর্ক, যোগসূত্র কিংবা অন্তর্নিহিত কোন উদ্দেশ্য আছে কিনা সেটা যাচাই করে বের করার দায়িত্ব আমি সম্মানিত পাঠক সকলের উপরেই ন্যস্ত করলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.