হ য ব র ল কথামালা
মন পাগল করা, অদ্ভুত সুন্দর এক পাহাড়ী নদীর নাম শঙ্খ বা সাংগু । পাহাড়ের কোল বেয়ে এঁকেবেঁকে চলছে কোথাও উন্মত্ত আবার কোথাওবা শান্ত এই নদী । মায়ানমারের আরাকান রাজ্যের পাহাড় থেকে শুরু করে বান্দরবানের ভিতর দিয়ে ১৭৩ কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে কর্ণফুলি হয়ে বঙ্গপোসাগরে পড়েছে ।
অজস্র নুড়ি পাথড় আর পাহাড়ি নদীর কুলকুল শব্দ মনে যেন নেশা লাগিয়ে দেয় ।
থানচি থেকে নাফাখুমের সারাটা পথজুড়েই ছিল পাথরের ছড়াছড়ি
সন্ধার আবছা আলোয় যেন আরো মায়াবী
নদীর দুইপাশের জংলি গাছ নদীকে করেছে ঐশ্বর্য্যময়
নদীর দুইপাশের ভেজিটেশন
সিন্ধ সাংগু
সাংগু নদীর বাঁকে
মাছ ধরছে উপজাতি এক রমনী
সৌন্দর্য্য যেন চোখে ধাঁধা লাগিয়ে দেয়
উজানে নৌকা ঠেলা
পাহাড়ী খড়স্রোতা নদী
সাংগু দেয় জীবিকা
কবে তব হৃদয়ের নদী
বরি নিল অসম্বৃত সুনীল জলধি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।