মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
যদিও ওই এলাকার লোক নদীর এই অংশটারে কয় রুমা নদী।
ব্রিটিশ আমেরিকান টোবাকো তাম্বুকের চাষ ধরায়া দিছে, সিজনের শুরুতে দাদন দিয়া। এইবার আদা চাষ কমতাছে। স্বনির্ভর একটা মানবগোষ্ঠীরে, আস্তে আস্তে পঙ্গু বানানো। পরবর্তী ধাপে ক্ষুদ্র ঋণ দিয়া, টোবাকো কোম্পানীর আয়োজিত কনসার্টের টিকিট কিনিতে উদ্বুদ্ধ করা হইবে। সকলের বাঙ্গালীকরণ ও হইবে, মাল্টিন্যাশনালের প্রবৃদ্ধিও হইবে। আদর্শ যৌথপ্রযোজনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।