আমাদের কথা খুঁজে নিন

   

আমি হতবাক,আমি নির্বাক,আমার বিচি কাঁধে.......



উপরের শিরোনামটির প্রথম অংশটি অনেকেরই পরিচিত। কি চিনতে পারছেন পাঠকেরা । ঠিক আছে আমি মনে করিয়ে দিচ্ছি । শিরোনামের প্রথম অংশ টি হল আনিসুল হকের লেখা বিভিন্ন সময়ের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার কলামের শিরোনাম। বিগত চার দলীয় জোট সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন হত্যা , লু›ঠন, ধর্ষণ , বোমা হামলা ইত্যাদির মত ঘটনার পর এই রকম শিরোনামেই তিনি কলাম লিখতেন।

আমি নির্বাক শিরোনামের কলামটি তিনি লিখেছিলেন ২১ শে আগষ্টের নারকীয় বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে । তৎকালাীন সময়ে মানবতা বিরোধী ( বর্তমান সরকারে যুদ্ধাপরাধী বিচােেরর ক্ষেত্রে যাকে মানবতা বিরোধী অপরাধ বোঝানো হয়েছে এখানে তা নয় ) বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তিনি তার কলাম যুদ্ধকে চমৎকার ভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তা দেথে আমি প্রতিনিয়ত আনিসুল হকের কলাম পড়তাম। বলা যায় তার ভক্ত হয়ে পড়েছিলাম । এর পর তার রচিত বিভিন্ন সাহিত্য এমন কি তার যে কোন লেখা কিছু না বুঝে হলেও গিলে গিয়েছি ।

কিন্তু বর্তমান সময়ে তার পরিবর্তিত চেহারা দেখে এখন আমিই নির্বাক! আনিসুল হক , কোথায় আপনি ? জীবিত আছেন ? নাকি এই পাঁচ বছরের জন্য আবার মুখ লুকিয়েছেন কোন গর্তে যেন আর আপনাকে নির্বাক হতে না হয়, আপনি হতবাক না হয়ে যান, আপনার বিচি আর একবারের জন্যও কাঁধে না ওঠে? আমি যার সম্পর্কে লিখছি তার সমালোচনা করার যোগ্যতা প্রকৃত অর্থে নেই । কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র এবং বাংলাদেশ সংবিধানের ........ধারার.... অনুচ্ছেদের ..... .... অনুযায়ী এ অধিকার রাষ্ট্র আমাকে দিয়েছে । এখানে কেবল তার চর্চা করা চেষ্টা করছি। অন্যায়ের বিরুদ্ধে আনিসুল হকের কলম দেখে ধরেই নিয়ে ছিলাম যাক এই অসত্যের দেশে অন্তত একজন আছেন যিনি অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যকে প্রকাশ করতে ভয় পান না অথবা ব্যক্তিগত স্বার্থ যার কাছে বড় নয় মানুষের অধিকারের ও সুখের প্রশ্নে। অর্থাৎ লোক দেখানো ভন্ড দেশ প্রেমিক নন।

কিন্তু বর্তমান সময়ের তার আচরণে আমিই হতবাক হয়েছি। যে মানুষটিকে শ্রদ্ধা করি , যাকে ভালবাসি , অনেক ,অনেক.. .... কোন কারণে যদি সেই শ্রদ্ধার মানুষটির অবস্থান হারিয়ে যায় তখন অন্য মানুষগুলোর প্রতি মনের অবস্থা কিরূপ দাড়ায় ? মন কি ভাল থাকে। আর বিশেষ ব্যক্তি যদি তার অবস্থান হায়িয়ে ফেলে তবে আর অন্য মানুষের প্রতি মনোভাব কেমন হয় ? আমি আনিসুল হকের কথাই বলছি। শুনুন অনিসুল হক সাহেব আমি, ভাবতে পারিনি য়ে আপনি সতিকার বুদ্ধিজীবী নন । আপনি বিষেশ রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য , বিশেষ দলের তৈরীকৃত তাবেদার বুদ্ধিজীবী হয়ে নিজের আখের গোছানের জন্য এতদিন দেশের মানুষকৈ ধোকা দিয়েছেন যে আপনি দেশ প্রেমিক।

আপনি দেশ প্রেমিক না একথা বললে ভূল বলা হবে । আর এটি সংশোধন করতে দেশপ্রেমিকের আগে মৌসুমী শব্দটি লাগাতে হবে। আপনাার প্রতি বিশ্বাস পাল্টেগেছে বলে ভীষণ কষ্ট হয়েছে আমার । কিন্তু কি করব বলেন? এই সত্যি কথাটা দেশবাসী হয়তো মেনে নেবেন না অথবা জানার পরও মেনে নিতে কষ্ট হবে যে আপনার মত মানুষও দলীয় বুদ্ধিজীবী হয়ে গেছে । আফসোস আমাদের দেশের জন্য যেখানে আপনার মত মানুষ নিরপেক্ষ থাকলে দেশ অনেক কিছু পেত ।

কিন্তু কোন স্বার্থে আপনি বিক্রি হয়ে গেলেন কে জানে? যাই হোক এসব আপনার ব্যক্তিগত ব্যাপার । তবু আপনাকে প্রশ্ন না করে পারছি না যে বিগত ২ বছর আওয়ামী লীগের শাসনামলে কতটি খুন হয়েছে আপনি জানেন? কতটি ধর্ষণ হয়েছে আপনি তার খোঁজ রেখেছেন ? আমি জানি আপনি জেনেও না জানার ভান করছেন। আমি আপনাকে সাহায্য করছি। আওয়ামী নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে ......... খুন.....জন ধর্ষণ ..... শিকার হয়েছেন। হিসাব রয়েছে আরও , বিডিআর বিদ্রোহ, বিরোধী দলের প্রতি সরকোরের অমানুষিক অত্যাচার এসবও কি আপনার চোখে পড়ে না ? কতটি কলাম লিখেছেন এসব নিয়ে ? কতগুলো জনসভায় বা সেমিনারে আপনি মানুষের শান্তির জন্য কথা বলেছেন? কতবার আপনার বিচি কাধেঁ উঠেছে আমি এসব আমি জানি না ।

দেশবাসী যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা জানলেও জানতে পারে । শুধ আমি এতটুকু বলতে পারিযে আমি আপনার আর কোন কলাম দেখিনি। কোন সেমিনারের খবর দেখিনি যেখানে আপনি মন্তব্য করেছেন যে আমি হতবাক , আমি নির্বাক ., আমার বিচি কাঁধে উঠে গেছে ইত্যাদি ইত্যাদি...... জনাব আনিসুল হক কারও পক্ষে চামচামি না করে যদি পারেন নিরপেক্ষ থাকেন । দেশের মানুষের ভালবাসা পাবেন। আর হ্যাঁ ভয় নেই দেশের মানুষ আপনাকে চিনে গেছে ।

অতএব হুমায়ূন আহমেদের মতও আপনি যাই লেখেন না কেন আপনার বইয়ের ব্যবসা বন্ধ হবে না । অতএব একনিষ্ঠ দেশপ্রেমিক মওলানা ভাসানীর মত আপনাকে আর্থিক কষ্টও করতে হবে না । অবশ্য আপনি কোন বিশেষ দলের থেকে যদি কোন কমিশন নিয়ে থাকেন চুপ করে থাকার পুরষ্কার হিসেবে তা হয়তো আর পাবেন না। তবে একথা ঠিক দেশের মানুষ আপনাকে ভাল বাসবে, মনে রাখবে আজীবন । যেমন ভাল বাসেন মওলানা ভাসানীকে, ফজলুল হককে, বঙ্গবন্ধুকে, জিয়াকে................ বিঃদ্রঃ এমন একজন সম্মানিত মানুষকে নিয়ে প্রকাশ্য এরূপ লেখার জন্য দেশবাসীর নিকট অমি ক্ষমা চাইছি।

দেশবাসী আপনারা আমাকে ক্ষমা করুন। #.......................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।