আমাদের কথা খুঁজে নিন

   

এরার বিষয়টা কী?

মেঘ বলেছে যাব যাব

এরার বিষয়টা কী আসলে? এত খায়েশ নিয়ে জন্ম নিল। একজন ৩০ বছর একজন ২৩ বছর । আরেকজন ৪২ বছর ক্ষমতায় থাকার পরও এখন ক্ষমতা রক্ষায় গৃহযুদ্ধের ঘোষণা দিয়েছে। কত বছর থাকলে পরে এদের খায়েশ পূর্ণ হবে। খায়েশ থাকা ভালো।

কিন্তু পাশাপাশি লজ্জাও থাকতে হয়। এত বিক্ষোভ এত চিৎকার ক্ষমতা থেকে নামানোর জন্য তবুও একটু চক্ষূ লজ্জাও হয় না। গাদ্দাফীর তো উচিত সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা। কিন্তু তা না করে আবার গৃহযুদ্ধের হুমকি দেয়া। ব্যাটা এত সাহস পায় কোথায়।

গুলি দিয়ে আর কত মারবে? এক হাজার দুই হাজার বড়জোর পাঁচ হাজার। তারপর কী হবে। সেনাবাহিনী নিজেই অস্ত্র ফেলে পালাবে। তখণ কী হবে গাদ্দাফীর। পালানোর পথ খুজে পাবে না।

গাদ্দাফী ইতিমধ্যে ৪০০ লাশ ফেলেছে। সে কি মনে করছে যে ৪০০ লাশ পড়ার পরও লিবিয়ার জনগণ পিছু হটবে? এমনটা ভেবে থাকলে সে একটা বোকার হদ্দ। সেনাবাহিনীর মার্চ করতে করতে বুদ্ধি হাটুতে নেমে গেছে। স্মৃতির মিনার ভেঙ্গে পড়বেনা তাদের। ৪০০ লাশের শক্ত গাঁথুনীতে স্বাধীনতার স্বপ্ন ভালোভাবেই দাঁড়িয়ে যাবে।

তবে এ পরিণতি দেখে সব স্বৈরশাসকদেরই শিক্ষা নেয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।