হালকা ঘুমে ছিলাম, আলসেমী টাইপের ঘুম। আমার ছোট ভাই ঘুম ভাংগালো ফোন করে। সে বেশ উত্তেজিত কন্ঠে বললো, সে লটারী জিতে গেছে। বললাম কিসের লটারী ? ভাইয়া আমেরিকা যাওয়ার লটারী, আমি অনেকটা নির্লিপ্তভাবে বললাম- তো আমি কি করবো?
সে কিছুটা মর্মাহত হলো। যা হোক , সে বেশ খুশি মনেই বললো, সে আজকে মেইল চেক করতে গিয়ে দেখে , একটা ইমেইল এসেছে যেখানে বলা হয়েছে সে লটারী জিতেছে।
আমি কিছুটা সন্দেহ নিয়ে বললাম, ইমেইল এ কেন? ওরা কি কোন চিঠি পাঠায়না? সে বললো তুমি আমার মেইলটা পড়ে দেখো, আমি নিশ্চিত আমি লটারী জিতেছি।
আমি আসলে কোনদিন এই আমেরিকা যাওয়ার লটারীতে এপ্লিকেশান তো দূরের কথা চিন্তাও করিনি, সুতরাং এ ব্যাপারে কিছুই জানিনা। তার মেইলটা পড়লাম, কেন যেন আমার কাছে পুরো ব্যাপারটাই ফেইক মনে হচ্ছে, হয়তো কোন ফ্রড এ কাজ করেছে। ছোটভাইকে বললাম, একটু অপেক্ষা কর, খোঁজ খবর নিয়ে জানাবো, অবশ্য আমার কথায় সে আশাহত, কেননা তার ধারনা আমি অযথাই তাকে বাংলাদেশে আটকে রাখতে চাচ্ছি!!!
ব্লগের অনেকের হয়তো এ ব্যাপারে অভিজ্ঞতা থাকতে পারে , প্লিজ একটু হেল্প করুন।
আমার সন্দেহের কারন, ৮৮০ ডলার পাঠাতে বলেছে, ওয়েস্টার্ন ইউনিয়নে, তাও আবার ইউএসএ নয় , ইউকে তে!!!
কপি-পেস্ট : Accompanying family members(wife/husband, fiancee, brothers, sisters, children, cousins) may be included in the program and their visas will be provided at the same time with yours so you can travel/move together in the same time. However the fees must be paid per person and each member(e.g wife, brother, parents, children, cousin) must pay $880. There is no discount for children.
Visa Payment processing instructions
The fees must be paid using Western Union money transfer and will be processed by the U.S. embassy in the United Kingdom.
Western Union is a leading provider of International person-to-person money transfer. With more than 150 years experience and 245,000 Agent locations in over 200 countries and territories, Western Union is recognized for sending money quickly, reliably, and safety.
You can send the payment in U.S. dollars or equivalent of your local currency.
Click on the following link to find the nearest Western Union agency and send the fees payment :
Find Western Union Agency
If you are unable to find a Western Union agency near your location, you may ask a relative or friend to pay the fee on your behalf.
After you find a Western Union agency you need to go with cash money, an identity card(e.g passport or national identity card) and send the payment to the U.S. embassy agent address in United Kingdom:
Name : David Boon
Address: 24 Grosvenor Square
London, W1A 2LQ
United Kingdom
The payment must be sent to the above U.S. embassy agent address in United Kingdom because the U.S. Government decided this based on the diplomatic relations with your country.
আমি নিশ্চিত এটা একটা ফ্রড মেইল, কেননা আমি বেশ কয়েকবার লাখ লাখ পাউন্ড/ডলার ইমেইলে জিতেছি, যদিও বিকেলে চা খাওয়ার পয়সা বাপের কাছ থেকে নিতে হয়েছিলো।
তবুও আপনাদের কারও কিছু জানা থাকলে, প্লিজ জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।