কিছু বলার নাই।
আগমন
স্বাগত তোমার লগ্ন পেরুবার পর,
আমি নতুন,বরণে আমায় কার্পণ্য করিবে না ভাবি।
যন্ত্রণা হোক তবুও তোমাদেরই সৈনিক সহযাত্রীর,
দূর্গম পথের পাথেয় দিয়ে যাবে জানি।
বাঁচিতে চাই এই সংসারে সত্যের সহবাসে,
আমার ঐতিহ্যে সাধুতার আশ্র্যয়ে।
আমার বারতা ছড়িয়ে বঙ্গময়,
আবার চলিব মিশে একুশের রক্তস্রোতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।