আমাদের কথা খুঁজে নিন

   

আগমন

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

। । শাহনাজ পারভীন। । হায় খোদা! এখন আমার কি হবে? সে আসছে! আল্লাহ করুক সে যেন না আসে।

কিন্তু সে আসবে এবং অবশ্যই। তাকে কেউ থামাতে পারবেনা । সে আসলে কি হবে? আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবোনা। কেননা, আমি জানি যে, আমি যা কিছু করেছি তার ফল সে আমাকে অবশ্যই দিবে। কখনও ক্ষমা করবেনা।

আর আমাকে সারাদিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে। আমার বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। পরিবারের সবাই আমায় খবর করে ছাড়বে। বাবার সঙ্গে ছুটিতে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যাবে। শুধু এটাই নয়, সব ধরনের আনন্দ থেকে বঞ্চিত হবো।

এখন আমি বুঝতে পারছি এ আমি কি করলাম। গ্রীষ্ম কালে আমি মাঠে খেলতে পারবোনা এবং বন্ধুদের সাথে বেড়াতেও যেতে পারবোনা। সে যখন আসবে আমার উপর বিপদের পাহাড় ভেঙ্গে পড়বে। কিন্তু তাকে কেউ থামাতে পারবনো । সে অবশ্যই আসবে, সবার সামনে আমাকে লজ্জায় পড়তে হবে।

লজ্জায় আমার মাথা নুয়ে যাচ্ছ। যদি এসব কথা আগে ভাবতাম, আগে বুঝতে পারতাম তাহলে তার আগমনের জন্য কিছু করে নিতাম। ভাবছ সে কে? কারণ আমি তাকে এত বেশী ভয় পাচ্ছি কেন? সে কি আমার কোন শত্রু ? না এমন নয় আমি অতি ভয়ঙ্কর ভাবে যার জন্য অপেক্ষা করছি সে হচ্ছে পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলের চিন্তায় আমি ভয়ে কাপছি। কেননা, সারা বছর আমি বই খুলে ও দিখিনি।

যা হবে আমি উপরের ক্লাসে উঠতে পারবোনা। মাসিক কলমীকণ্ঠ, ডিসেম্বর ২০০৪ সংখ্যায় প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।