আমাদের কথা খুঁজে নিন

   

সেগুনবাগিচা থেকে আ.লীগ এমপির মেয়ে অপহৃত



ঢাকা, ২০ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): কিশোরগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আফজাল হোসেনের মেয়ে শনিবার রাতে অপহৃত হয়েছে। অপহৃত জোবাইদা আক্তার তুশা রাজধানীর খিলগাঁও হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অপহরণের ঘটনায় সংসদ সদস্য নিজে বাদী হয়ে আজ রোববার সকালে শাহবাগ থানায় অপহরণকারী হৃদয় (২৪), মনির (৩০), জাকির (৫৫) ও হৃদয়ের মাকে আসামি করে একটি মামলা করেছেন। শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টার দিকে ৬/৪, সেগুনবাগিচার হাসিনূর কটেজের সামনে থেকে হৃদয় তার সহযোগীদের নিয়ে তুশাকে অপহরণ করে। ওই সময় অপহরণকারীরা একটি প্রাইভেটকারে করে তাকে নিয়ে যায়। এ ব্যাপারে শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, একজন সংসদ সদস্যের মেয়ে অপহরণ হয়েছে। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।