শাহবাগ প্রসংগে সুন্দরী একজন তরুণীর সহিত কথা হইল। অনেক কথা ,যুক্তি তর্ক, কথার এক পর্যায়ে উত্তেজিত তরুণী আমারে প্রশ্ন করলো> সাঈদীর জন্য জীবন দিলে বেহেশত আর আওয়ামীলীগ করলে রাজাকারও মুক্তিযোদ্ধা। জামাতের জন্য জ্বালাও পোড়াও করলেও গুনা নাই বরং সওয়াব। আওয়ামী-ছাত্রলীগ করলে বিশ্বজিত কে কুপিয়ে মারলে, ধর্ষণের সেঞ্চুরী করলে কিংবা টাকার বস্তা, পদ্মা সেতু খাইয়া ফেললেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী সুশীল ?? ইহাই রাজনীতি। ইহাই শাহবাগ চেতনা ??? আমি তাজ্জব হইয়া গেলাম। কি জবাব দিব কনতো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।