আমাদের কথা খুঁজে নিন

   

ডক্টরস অব দ্যা থার্ড ক্যাটেগরি

যুদ্ধে আছি!!

ফেসবুকে বইসা বইসা দেশ উদ্ধার করতে ছিলাম । হঠাৎ ইমরান নক দিলো । নক দিয়া জিগাইলো খবর শুনছোস? আমি রিপ্লাই দিলাম না শুনি নাই । কি হইছে? ও রিপ্লাই দিলো রাফীর তো নানী মারা গেছ! একটু বিরক্তি লাগলো । মানুষের বাপ মা মারা গেলেই রিঅ্যাকশন হয় না আর ওর তো নানী ।

তাও ভদ্রতা দেখাইতে কইলাম তাই নাকি?ইন্না লিল্লাহি.... রাজিউন । ও কইলো রাফী তো চেইতা ফায়ার হইয়া আছে!এই বার ইন্টারেষ্ট পাইলাম! মানুষ মারা গেলে লোক জন কান্না কাটি করে জানতাম কিন্তু রাগারাগি করে তা এই ফাস্ট শুন লাম । জিগাইলাম কাবঝাব কিরে মামা!ও বলল রাফির নানি এমনে এমনে মরে নাই ,সাচিপ এর এক ডাক্তার ভুল চিকিতসা করে মেরে ফেলছে । এই বার ইন্টারেষ্ট চরমে উঠলো ! কারণ আমাগো ইয়ার বন্ধু রাফি পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতীর সাথে জড়িত । আর সাচিপ হইলো গিয়া আপনের সাধীনতা চিকিৎসক পরিষদ ।

আওয়ামী পন্থী ডাক্তার দের একটা অর্গানাইজেশন । যেমন বিএনপি পন্থী ডাকাতারদের অর্গানাইজেশনের নাম ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) । জামাতের এই টাইপ কোন অর্গানাইজেশন আছে কি না আমার জানা নাই । তো ইন্টারেষ্ট পাইলাম কারণ ইমরান বলছে "সাচিপের এক ডাক্তার । " ভুল চিকিতসা করে কোন ডাক্তার মেরে ফেলছে এ তো টুকু বলাই যথেষ্ট ছিলো ।

কিন্তু সাচিপের ডাক্তার বলাতেই বুঝলাম কেরফা আছে । বিস্তারিত জিগাইলাম । যা পাইলাম তার মাজেজা হইলো রাফীর নানি পাচ তারিখ পায়ে ব্যাথা পায় কোন ভাবে । বুড়া শরীর টা আঘাতটা নিতে পারে নাই ভালো মতো । তো ১৬ তারিখ ভদ্র মহিলার পায়ে অপারেশন করা হয় ।

ওইখানেই বাজে কেচাল! ডাক্তার সাহেব ডান পায়ের বদলে বাম পায়ে অপারেশন করে ফেলেন!ভয়ঙ্কর বেপার টা হইলো যখন আংকেল বেপার টা নিয়া ডাক্তার কে চার্জ করতে গেলেন তখনই তার সাচিপ পরিচয়ের উন্মোচন ,উনার ডায়লগ গুলো ছিলো অনেক খানি এই রকমঃ আমি সাচিপ ক রি , গোপাল গঞ্জের লোক! তোরা কি করতে পারোস কর গিয়া! আমি দেইখা নিমু! ইত্যাদি ইত্যাদি! তো আমার বন্ধুর বাপ ও আওয়ামী লীগের নেতা ,উনিও পাল্টা ধামকি দিলেন । এখন আমার কথা সাচিপ কিংবা ড্যাব নিয়া না । আমার কথা হইলো এরা কেমন ডাক্তার যারা ডান পা আর বাম পা এর পার্থক্য বুঝে না!!আমি শিউর এরা এই টাইপ ভুল আগেও করছে কিন্তু কখনো সাচিপ কিংবা কখনো ড্যাবের পরিচয় দিয়ে বেচে গেছে । আমার কাছে যে জিনিস টা অবাক লাগে সেটা হলো মেডিক্যালে পড়া শুনা করে দেশের সর্বোচ্চ মেধাবী সন্তানরা । তাদের মেডিক্যালে যোগ দেবার পর রাজনিতী করার কি আদৌ কোন দরকার আছে?এর যৌক্তিকতা টা কি ।

এই বিষয়ে নিজ উদ্যোগে এক টু খোজ খবর করলাম । যা জানতে পারলাম আপনে যতো রাজা উজির মারা লোক হোন না কেন আপনাকে রাজনিতী করতেই হবে!প্রমোশন এবং পোষ্টিং এর জন্য এইটা করা খুব জরুরী। আরো সুবিধা হইলো মাঝে মাঝে ২-৪ টা "ফকিন্নীর বাচ্চা"রে যদি ভুল ট্রিটমেন্ট করে মেরে ফেলেন তাহলে ড্যাব আর সাচিপের নেতারা আপনাদের খেদমতে হাজির থাকবে!অথচ সংগঠন গুলার দায়িত্ব হওয়া উচিত ছিলো চিকিতসক সমাজের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা । তারা তা কত দূর করতে পারছে তা নিয়ে আমার সন্দেহ আছে । ডাঃ শেজাদী আর ডাঃ সাজিয়ার হত্যার বিচার আদায়ে এরা খুব বেশী কিছু করতে পারে নাই ।

এদের খালি দেখা যায় কোন দুই নাম্বার ডাক্তরের দুই নম্বরি কাজ ধামা চাপা দিতে । আমার বন্ধু আশা বাদী সে এই ঘটনার বিচার পাবে কিন্তু আমার মতে কোন চান্সই নাই । দেখা যাক সাচিপ কোন দৃষ্টান্ত স্থাপন করে নাকি! এক ভুক্তভোগীর ডায়লগ শুনতেছিলাম ওইদিন "যতো দিন হাসপাতাল থিকা দুই নেতার ছবি নামাইতে না পারবেন ততো দিন এমনেই রোগী মরবে । হাসপাতালে সেবা হবে । এই খানে নেতাদের ছবি কেন!!" (নোটঃএই খানে ডাক্তারদের ছোট করার কোন চেষ্টা করা হয় নাই ।

আমি জাস্ট তাদের রাজনিতীর বেপার তা তুলে ধরার চেষ্টা করছি । এমনিতে ডাক্তার সম্প্রদায়ের প্রতি আমার অকুন্ঠ শ্রদ্ধা আছে ) আমার মে বি ডাক্তার এর নাম টা বলা ঠিক হবে না । এই জন্য আমি আপনাদের কোন ভাবেই ব ল বো না ডাক্তারের নাম তারিকুল ইসলাম এবং এটাও বলবো না উনি হলিফ্যামিলি তে অর্থোপেডিক্স সেকশনে আছেন । আমি এটাও বলবো না যে উনার বাড়ি গোপালগঞ্জে না ভোলা তে । কিছু কিছু জিনিস না বলাই ভালো! একটা ডায়লগ দিয়া শেষ করিঃ As with eggs, there is no such thing as a poor doctor, doctors are either good or bad. -Fuller Albright গুড ওর ব্যাড ডক্টর দিয়া মে বি পোষাবে না !থার্ড আরেকটা ক্যাটেগরি মেবি তারিক সাহেবদের জন্য বের করতে হবে!থার্ড ক্যাটেগরি এর নাম কি দেওয়া যায় ভাবতেছি!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।