আমি বিবাহিত !
যে আশা নিয়া খেলা দেখতে বইছিলাম, সেই আশাটা আস্ত আস্তে ঝাপসা হইয়া যাইতাছে,
কুটি কুটি মানুষের মনের গভিরের স্বপ্নটা আস্তে আস্তে দুরে সরে যাচ্ছে, বহু দুরে স্পর্শের বাইরে, অজানায়, অসম্ভবের দেশে।
তবুও আমরা আশায় আছি চাতক পাখির মোতো,
গায়ের বধু যেমন গাড়িয়ালের অপেক্ষায়, পথচেয়ে বসে থাকে, বুকফেটে বেরহয়ে আসে "ওকি গাড়িয়াল ভাই ............................."
আমরাও আজ আশায় বসে আছি, অপেক্ষায় আছি সাকিব বাহিনীর সাফল্যের,
আশাই আমাদেরকে বাচিয়ে রেখেছে......................... টাইগারদের আশায় আশি, ছিলাম, থাকব ...........................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।