আমাদের কথা খুঁজে নিন

   

আগাও সাকিব, আগাও তামিম জাগাও তোমার দেশ, গর্জে উঠে বলতে চাই ফের, সাবাশ বাঙ্গলাদেশ।

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
অবশেষে নিজের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট, হচ্ছে শুরু যদিও আমার একটাও নাই টিকেট। কেউ পায়নি ২৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইনে, কেউ পেয়ে যায় ঘরে বসে এ আছে কোন আইনে? যা হবার ঠিক তাই হয়েছে দূর্নীতির এই দেশে, আমরা না হয় দেখবো খেলা নিজের ঘরেই বসে। তাই বলে নাই ক্ষোভ মনেতে থাকবো কেন চুপ? খুশি তবু বদলে গেলো পুরো ঢাকার রুপ। ঈদের আমেজ চলছে যেন স্টেডিয়াম পাড়ায়, টাইগাররা বিড়ালদেরকে কেমন করে হারায়। দেখবো বলে বসে আছি গুনছি আমি প্রহর, উন্মাদনায় ভাসছে আমার দেশ আমার এই শহর। ভাসিয়ে দিবে উল্লাসে দেশ, এই সকলের চাওয়া, তোমাদের জন্য আছে যেন পুরো জাতির দোয়া। আগাও সাকিব, আগাও তামিম জাগাও তোমার দেশ, গর্জে উঠে বলতে চাই ফের, সাবাশ বাঙ্গলাদেশ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।