আমাদের কথা খুঁজে নিন

   

আগাও আরেক পা

মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..

দাঁড়িয়ে এখন তুমি ঠিক মাঝখানে জড়ের সীমানা শেষে জীবনের প্রারম্ভে নক্ষত্র কণা তুমি,বিকাশ ধর্ম তোমার লাখো বছরের দ্বন্দ্ব ও পরিমানগত পরিবর্তনে গতিপ্রাপ্ত তুমি, পেয়েছো মহাসাগরের আশ্রয়। তোমাকে উদ্দীপিত করে মহাজাগতিক রশ্মি ক্রমশ সরল থেকে জটিলতর গাঠনিক সংকেতে। তুমি হতে যাচ্ছ যোগ্যতম-তাই টিকে থাকতে যাচ্ছ তুমি অমর হতে যাচ্ছ-প্রস্ফুটিত হতে যাচ্ছ উন্মীলিত হতে যাচ্ছ- উদ্ভাসিত হতে যাচ্ছ অমিত সম্ভাবনাময় ও শক্তিময় হতে যাচ্ছ যদিও প্রাণহীন অথবা নিথর নয় কোনকিছুই তবু হয়তো তুমিই হতে যাচ্ছ প্রথম জীবন। আর থেকোনা দাঁড়িয়ে জীব ও নির্জীবের মাঝে দোহাই তোমার- আগাও আরেক পা জড়ের জগতে হোক সূচনা প্রাণের।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।