আমাদের কথা খুঁজে নিন

   

আইজকা বাংলাদৈশরে ভালোবাইসা ফতুর কইরা ফালাইবো মনে হয়

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

ফেইসবুকে লগিন কইরাই টাসকিত দুইজনের স্টাটার্সে বাংলাদেশি হবার জন্য উনারা যে গর্ববতী তা প্রকাশ পেয়েছে স্কোলবারটা নিচে নামাতেই দেখি এলাহি কান্ড এখন দেখি বাংলাদেশি হবার জন্য সবাই গর্ববতী হয়ে গেছে সবার ভালোবাসা সবসময় থাকুক আমার দেশের জন্য আমার বাংলাদেশের জন্য হোকনা আমার গরিব হোকনা আমার দেশ ছোট দেশটাতো আমাদেরই তাইনা। দেশ কখনোই খারাপ হয়ণা ,খারাপ হয় এর কর্তারা যারা নিজেদের স্বার্থের জণ্য দেশকে ব্যবহার করে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।