আমাদের কথা খুঁজে নিন

   

২৪ ফেব্রুয়ারী বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে আসছেন বলিউড তারকা কারিনা কাপুর

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে আসছেন বলিউড তারকা কারিনা কাপুর। একটি সূত্র কারিনার আসার খবর নিশ্চিত করেছে। আগামী ২৪ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ত্রিদেশীয় কনসার্ট অনুষ্ঠিত হবে। বিসিবির পক্ষ থেকে এই কনসার্টের আয়োজন করছে এটিএন ইভেন্টস। আজ শনিবার দুপুরে কনসার্টের তারিখ পরিবর্তনের ব্যাপারটি জানাতে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ত্রিদেশীয় এই কনসার্টে অংশ নিতে ঢাকায় আরও আসছেন বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, শান ও প্রিতম। থাকছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার তারকারা। আগামী ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ত্রিদেশীয় কনসার্ট অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কনসার্টের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি ফতুল্লা স্টেডিয়ামে পাকিস্তান বনাম ইংল্যান্ডের প্রস্তুতি খেলা হবে।

এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগের দিন রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সরকারের ঊর্ধ্বতন মহলের পরামর্শে ত্রিদেশীয় এই কনসার্টের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টিকেট প্রাপ্তি স্থানঃ হেলভেশিয়ার সকল , ভাসাভি, ডেসটিনি গ্রুপ মার্কেটিং ডিপার্টমেন্ট , সামুরাই কনভেনশন সেন্টার, (বসুন্ধরার সিটির বিপরীতে) টিকিট মূল্যঃ গ্যালারি অন গ্রাউন্ড সাড়ে ৩ হাজার টাকা এবং গ্যালারি টকিটিরে মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।