আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল যদি পানিতে ...! কি করি?

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
আপনি অনেক সখ করে একটি মোবাইল কিনলেন অথবা প্রিয়জনের কাছ থেকে পেলেন দামী একটা মোবাইল গিফট কিন্তু আপনার অসাবধানতায়/হঠাত মোবাইলটি পানিতে পড়ে গেল, তখন কার মেজাজ ভাল থাকে বলুন? মনটা খারাপ হয়ে যায়। যাই হোক এ অবস্থায় আপনার কি করনীয় বা কি করা উচিত তা নিয়ে কিছু সাধারণ সমাধান দিলাম, যদি কারোয়া উপকারে আসে ভালো লাগবে। দ্রুত করনীয় : এখানে মনে রাখতে হবে যা করতে হবে তা খুব দ্রুত করতে হবে, তাহলে আপনার মোবাইলটি রক্ষা পেতে পারে। যত দ্রুত সম্ভব মোবাইলের যে সকল অংশগুলো খোলা যায় অর্থাৎ মোবাইল কভার,ব্যাটারী, সীম কার্ড, মেমোরী কার্ড ইত্যাদি খুলে ফেলতে হবে। তারপর শুকনো কাপড় বা টিসু পেপার দিয়ে পানি চুষে নিতে হবে এবং প্রতিটি ডিভাইস ভাল করে মুছতে হবে।

খেয়াল রাখবেন পানি যেন না লেগে থাকে। এরপর হেয়ার ড্রায়ার (যাদের নেই তারা লাইটের(৪০/৬০ওয়াট) খুব কাছ থেকে গরম করতে পারেন) দিয়ে ভাল করে শুকিয়ে নিবেন, আবার শুকাতে যেয়ে কেউ বেশি হিট দিবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে। এভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে অংশ আপনি খুলতে পারেননি সে অংশ শুকিয়েছে। এভাবে আপনি যতক্ষন না নিশ্চিত হচ্ছেন যে মোবাইলটি সম্পুর্ন শুকিয়ে গেছে, ব্যাটারি কোন ভাবেই মোবাইলে স্থাপন করবেন না। প্রয়োজন হলে বেশ কিছুক্ষন সূর্যের তাপে রেখে দিন।

দেখবেন আপনার প্রিয় মোবাইল টি আবার আগের মতো সার্ভিস দিচ্ছে। এত কিছুর পরও যদি কিছু না হয় তাহলে আর কি করা, হেড মিন্ত্রির কাছে নিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। উপকৃত হলে খুশি হবো।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.