সাধারন মানুষ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় মিত্রবাহিনীকে ‘লুটেরা ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে তাদের বিচার দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
একইসঙ্গে তিনি শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তি দাবি করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসকাবে জাগপা আয়োজিত ‘অধিপত্যবাদী আগ্রাসন : প্রতিহিংসার রাজনীতি ও দেশপ্রেমিকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এ বিচার আমি মানি না। আপনার পিতা ১৯৩ জন পাকিস্তানী সেনা কর্মকর্তার তালিকা করেছিলেন। আগে তাদের বিচার করুন।’
তিনি বলেন, ‘ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা এদেশের ২৫ হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে। আগে মিত্রবাহিনী নামধারী লুটেরা যুদ্ধাপরাধীদের বিচার করুন।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুব উল্লাহ, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, ডা. শাহদাত হোসেন এবং বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
সুত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।