দেরি করলেই সুবিধা। দেরি করলেই লাভ। আমাদের দেশে যে কোনো কাজে কেউ যদি একটু দেরি করতে পারে তাহলে দেখা গেছে সে আরো একটু বেশি লাভবান হচ্ছে। লাভ হাতড়ানোর জন্য এদের ছলনার অভাব হয় না। ছলাকলার ঘাটতি পড়ে না।
লাভের জন্য বেছে নেয়া হয় নানা কৌশল। টাকার অংকে কেউ যদি কোটি টাকার ডিল করে তার দেরির লাভও হয় অনেক। মজুতদারী, টেন্ডার, যে কোনো পণ্যের স্টক ব্যবসা ইত্যাদি পণ্যের বণিক শ্রেণী এর থেকে ফায়দা তুলে নিচ্ছে। দু'একটি কথা উঠলে কেউ কেউ বলে জনগণের স্বার্থে করা হচ্ছে।
দেখা গেছে যদি কোনো ব্রিজের টেন্ডার দেওয়া হয় সেখালে কালক্ষেপ করা হচ্ছে।
নানা কথা শুনবে এবং দেখবেন তা যত ডিলে হবে টেন্ডারের মূল্য তত বেড়ে যাবে। খরচা এমন ভাবে বাড়িয়ে দেখানো হবে যে তাই সত্যি। আপনি কি কখনো তা যাচাই করতে যাবেন। যত দেরি পয়সার ভাগাভাগি তত বেশি হবে। চিনি, তেল গুদাম থেকে হাওয়া হলে দাম পাওয়া যায়।
মূল্যবৃদ্ধি নিয়ে মিটিং হলেও লাভ পাওয়া যায়। জনগণের ধুয়া তুলে জনগনকে বলা হচ্ছে তাদের স্বার্থের কথা। মাঝখান দিয়ে লাভবান হচ্ছে সুবিধা ভোগীরা। এরা চিরকালই সুবিধা নিয়ে থাকে। একটু ইনিয়ে বিনিয়ে নিতে পারলেই যদি পয়সা আসে তাহলে ক্ষতি কি?
আপনি আমি দেখছি শুনছি।
কেউ পক্ষে কেউ বিপক্ষে সাফাই গাইছি। বলুন তো বাঁশটা যাচ্ছে কার?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।