তৃতীয় মাত্রার জিল্লুর সাহেবকে গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে কিভাবে শাহবাগের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায় তার অপপ্রয়াসে.... গত কয়েক শো তে তিনি প্রশ্ন তুলেন যে শাহবাগের আন্দোলন নিয়ে দেশের বাইরের খবর মাধ্যমগুলি কোন খবর করে নাই...। এই গুগুলের যুগে বসে উনার মত একজন 'সাংবাদিক' কি ভাবে এটা বলেন... ব্রিটেনের ইকনোমিস্ট, গার্ডিয়ান, ইনডিপেন্ডেট, আমেরিকার এনওয়াই টাইমস, ওয়াল স্ট্রীট জার্নাল, সি এন এন সহ বিশ্বের বিভিন্ন দেশে এই খবর ক্রমাগত ভাবেই প্রকাশ হচ্ছে...। আজকে গুগুল এর নিউজ সাইট সার্চ করে পেলাম ১৮০০ নিউজ ফিড ---- চায়না থেকে স্পেন....। Click This Link উনার প্রশ্ন শিশুরা কেন শ্লোগান দিচ্ছে, সরকার দলের লোকজন কেন ওখানে যায় (আপনি তো আসেন নাই যেমন ড: ইউনুছ ও আসে নাই), ইত্যাদি ইত্যাদি...। ওনার এই সেকেন্ডারী বিষয় নিয়ে হাইলাইট করতে দেখে কেন যেন মনে হচ্ছে যে উনি প্রাইমারী বিষয় (যুদ্ধাপরাধীর বিচার) নিয়ে কথা বলতে দিতে চান না...। পতাকা ছিড়ে ফেললো, শহীদ মিনার ভাংচুর করলো, ট্রেনে আগুন, রেললাইন উপড়ানো, পুলিশ হত্যা, হিন্দুদের আক্রমন ইত্যাদি নিয়ে কথা বলতে উনি চান না....... আজকে উনি যে নগ্ন ভাবে আওয়ামী এমপিকে 'এটাক' করলেন দেখে মনে হয়েছিল উনি মডারেটর না, উনিও পার্থ সাহেবের মত একজন বিনপির প্যানালিস্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।